করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে মোদী সরকারের পাশাপাশি বেসরকারী খাত আমাদের সহায়তা করছে। এর মধ্যেই দুটি বড়ো হাসপাতালকে করোনার হাসপাতালে রূপান্তর করেছে। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে প্রায় তিরিশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে এই সংখ্যা। তিন মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এর মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরানো নেতাদের খোঁজ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৭সালে নওরঙ্গিয়ার বিধায়ক শ্রী নারায়ণ ওরফে ভুলাই ভাইয়ের সাথে কথা বলেন। দীর্ঘদিন পর তার সাথে অনেক্ষন ধরে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী।
করোনার এই খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে বড়োদের আশীর্বাদ নেওয়া উচিত বলে জানান প্রধানমন্ত্রী। ১৯৭৭ সালে নওরঙ্গিয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮০ সালে বিজেপি গঠিত হলে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।বিধায়ক শ্রী নারায়ণ ওরফে ভুলাই ভাই। এখন তাঁর বয়স এখন একশো ছয় বছর।প্রধানমন্ত্রী নিজের কর্তব্য পালন করে ফোন করায় বেজায় খুশি হন এই নেতা।
অনেক কাল আগে ভুলেই ভাই বিজেপিতে জাতীয় নির্বাহী সদস্যও ছিলেন। তবে বিধায়কের পদ পাওয়ার পর তার দায়িত্ব আরো বেরে যায়।