তাল সে তাল মিলা, বৃষ্টির মধ‍্যে ভেজা পোশাকেই নাচলেন মনামী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে বেশ জনপ্রিয় মুখ মনামী ঘোষ (Monami Ghosh)। বহুদিন ধরেই টিভি ধারাবাহিকে তাঁকে দেখে আসছে মানুষ। সেই হিসেবে তিনি বেশ ব‍্যস্ত অভিনেত্রীও বটে। কিন্তু কাজের ফাঁকে একটু ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন তিনি। সেই সব বেড়ানোর ছবি শেয়ার করতেও ভোলেন না সোশ‍্যাল মিডিয়ায়।


সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মনামী। মাঝে মাঝেই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর এখন লকডাউনে বাড়িবন্দি হয়ে প্রায়দিনই একের পর এক ভিডিও শেয়ার করছেন তিনি। অভিনয় ছাড়া আর যে জিনিসটা মনামীর অত‍্যন্ত পছন্দের তা হল নাচ (dance)।

https://www.instagram.com/p/B9rmtA_lNgb/?igshid=1d6zb71rlqm5y

https://www.instagram.com/p/B-9L3X7DziR/?igshid=12g0pltstcf30

নাচতে যে খুবই ভালবাসেন মনামী তা জানতে আর কারওরই বাকি নেই। বাড়িতে বসে একের পর এক নাচের ভিডিও শেয়ার করে চলেছেন তিনি। সম্প্রতি ফের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এ আর রহমানের কালজয়ী গান ‘তাল সে তাল মিলা’র সুরে নেচে উঠেছেন তিনি।

https://www.instagram.com/p/B_SLdPwDuv9/?igshid=1r5nvucoew0yv

https://www.instagram.com/p/B-Pk48BDuF0/?igshid=rixgwyyhci1j

ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় বৃষ্টির মধ‍্যে নাচছেন মনামী। পরনের সাদা ঘাগরা ভিজে গিয়েছে বৃষ্টির জলে। সেই অবস্থাতেই মন খুলে নাচছেন তিনি। বৃষ্টিভেজা শরীরে হিল্লোল দেখে কাত নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে তিনি শেয়ার করেছেন এই ভিডিও। ইতিমধ‍্যেই ৭১ হাজারের ওপর ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে।

https://www.instagram.com/p/B_SdN6kDSht/?igshid=itr13vqc8o9e

এর আগে ‘গেন্দা ফুল’এর তালে নাচতে দেখা গিয়েছিল মনামীকে। তারপর গান গেয়ে সবার মন জয় করে নিয়েছিলেন মনামী। তাঁর সুমধুর কণ্ঠে ‘ম‍্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ কি আরজু জাগাউ’ গানটি শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলে। রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

X