ভারতীয় ব্যাটসম্যানরা দেশের জন্য নয় বরং নিজেদের স্বার্থের জন্য খেলত, পাক ক্রিকেটার ইনজামাম উল হক।

কয়েকদিন আগে প্রাক্তন পাক পেসার শোয়েব আক্তার মন্তব্য করেছিলেন যে করোনা আক্রান্তদের আর্থিক সাহায্য করার জন্য ভারত এবং পাকিস্তানের উচিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার। সেই সিরিজ থেকে যে অর্থ উপার্জন হবে সেটা দুই দেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে। এবার আরেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম উল হক সরাসরি আক্রমণ করে বসলেন ভারতীয় ক্রিকেটারদের। তার মতে ভারতীয় ক্রিকেটাররা কখনোই দেশের জন্য খেলে না, তারা সকলেই নিজেদের স্বার্থের জন্য খেলেন এবং সেঞ্চুরি করেন।

একটি ইউটিউব লাইভ শোতে প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক রামিজ রাজার সঙ্গে ক্রিকেটীয় আড্ডায় বসে ইনজামাম উল হক। সেই আড্ডায় তিনি বলেন যখন আমরা ক্রিকেট খেলতাম সেই সময় আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল ভারতের ব্যাটিং লাইনআপ। আমাদের থেকে অনেক বেশি রান করত ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা বেশি রান করতে না পারলেও তারা দেশের খেলতো, অপরদিকে ভারতীয় ব্যাটসম্যানরা শুধুমাত্র নিজেদের জন্য খেলতো।

180690631fd941113c5a16d0cfa836463685a04f72c2b0837dbb3cb76482bb43739c3612d

ইনজামাম বলেন ভারতীয় ব্যাটসম্যানরা অনেক বেশি রান করতো, সেঞ্চুরি করতো কিন্তু সেটা করতো তাদের নিজেদের জন্য। ভারতীয় দল থেকে যাতে বাদ পড়তে না হয় সেই কারণেই তারা এত রান করতো। অপরদিকে পাকিস্তানি ব্যাটসম্যানরা দেশের জন্য খেলতো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর