স্বামীকে লুকিয়ে বিকিনির ফাঁকে অন‍্য পুরুষের নামের ট‍্যাটু! বিপাকে রাখি সাওয়ান্ত

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। বলা হচ্ছে, রাখি সাওয়ান্তের (Rakhi sawant) কথা। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। এই মুহূর্তে অন‍্যান‍্য তারকাদের মতো গৃহবন্দি রয়েছেন রাখিও। আর ঘরে বসেই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেই যাচ্ছেন তিনি।


এবার এই ছবির জন‍্যই সমস‍্যায় পড়েছেন রাখি। সম্প্রতি গোলাপি বিকিনি পরে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের সামনে উন্মুক্ত পিঠে বিকিনি পরে বসে রয়েছেন তিনি। বিকিনির ফাঁক দিয়ে উঁকি মারছে দু দুটি ট‍্যাটু। কিন্তু একটি ট‍্যাটু দেখে নেটিজেনরা বলছেন লেখা রয়েছে হিতেশ। কিন্তু রাখির দাবি অনুযায়ী তাঁর স্বামীর নাম তো হিতেশ। তাহলে তিনি এই নামের ট‍্যাটু কেন করিয়েছেন?

https://www.instagram.com/p/B_DEZmBjUkx/?igshid=1g56cbleszsll

উত্তরে রাখি জানিয়েছেন, রিতেশই লেখা রয়েছে। আসলে ‘আর’ এর বেশ কিছুটা ঢাকা পড়ে গিয়েছে তাঁর বিকিনির তলায়। তাই দূর থেকে র টা হ এর মতো দেখাচ্ছে। কিন্তু নেটিজেনরাও ছাড়ার পাত্র নন। অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি স্বামীর নাম নিয়েও মিথ‍্যে বলেছেন রাখি?

https://www.instagram.com/p/B_U_GvmDh5L/?igshid=mmf4wgdg0knj

বেশ কিছুদিন আগেই হঠাৎ রাখি ঘোষণা করেন এক এনআরআই পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। এও বলেন যে তাঁর স্বামী নাকি ক্যামেরার আড়ালেই থাকতে পছন্দ করেন তাই তাঁর সঙ্গে নেটিজেনদের পরিচয় করানো সম্ভব নয়।

https://www.instagram.com/p/B_OSr8hjPO5/?igshid=1551y95uipoab

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবনের ‘প্রমাণ’ দেওয়ার জন্য নানা ছবি শেয়ার করেন রাখি সাওয়ান্ত। মধুচন্দ্রিমার ছবি থেকে শুরু করে করওয়া চৌথে স্বামীর জন্য গাজরের হালুয়া বানানোর ভিডিয়োও শেয়ার করেন তিনি। সম্প্রতি বিয়ের কিছু ছবি প্রকাশ‍্যে আনলেও স্বামীর মুখ এখনও দেখাননি রাখি।

Niranjana Nag

সম্পর্কিত খবর