করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতেও এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশজুড়ে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুক্রবার সাতচল্লিশ বছরে পা দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। কিন্তু জন্মদিনের আগেই শচীন টেন্ডুলকার তার ঘনিষ্ট মহলে জানিয়ে দিয়েছিলেন যে দেশজুড়ে এই কঠিন পরিস্থিতির জন্য এবার নিজের জন্মদিনে কোনো প্রকার উৎসব পালন করবেন না তিনি।
প্রিয় ক্রিকেটারের সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করেছেন শচীন ভক্তরা। অন্য বছর যেখানে শচীন টেন্ডুলকারের জন্মদিন ধুমধাম করে কেক কেটে, নাচ গানের মধ্যে দিয়ে পালন করা হয় এবার সেই সব কিছুই করা হয় নি। বরং এবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্মদিন পালিত হল করোনা আক্রান্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে।
শুক্রবার শচীন টেন্ডুলকারের জন্মদিনে নবদ্বীপে শচীন ফ্যান্স ক্লাবের তরফে সেই এলাকার অসহায় এবং দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। নবদ্বীপে শচীন ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য অশোক চক্রবর্তী জানিয়েছেন প্রত্যেক বছর এই বিশেষ দিনে আমরা কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে, ধুমধাম করে উৎসব পালন করি। কিন্তু এই বছর দেশের পরিস্থিতি ভালো নয়, করোনার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। এরফলে দেশের খেটে খাওয়া মানুষদের জীবন যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই কারণে আমাদের সকলের প্রিয় শচীন টেন্ডুলকারের জন্মদিনে আমরা সেই সমস্ত মানুষদের হাতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এই বছর আমরা এই ভাবেই পালন করেছি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্মদিন।