পবিত্র রমজান মাসে সেহরির জন্য সবাইকে জাগাতে ভোর রাতে একাই রাস্তায় হেঁটে চলেছেন ‘শহর খান”

বাংলাহান্ট ডেস্কঃ নব্বইয়ের দশকে কাশ্মীরের জনগণকে বাড়ির অভ্যন্তরে বাধ্য করেছিল শহর খান (Sahar Khan)। শ্রীনগরের (Srinagar) চাঁনপুরের এই ব্যক্তি নিজের ইচ্ছায় শহর খান হয়ে উঠেছিলেন। এই ঘটনার পর থেকে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। রমজান মাসে তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের জাগিয়ে রাখার জন্য রাস্তায় বাজনা বাজানোর কাজ করতেন। এবার তিনি এই লকডাউনের মধ্যেও সেই একই কাজ করে চললেন।

sahar kjha

শ্রীনগরে রমজান মাসে নির্জন রাস্তায় ঢোল, শিঙ্গা বাজিয়ে তিনি জনগণকে জাগিয়ে রাখাতেন। যাতে রমজান মাসে রোজা করবার সময় নাগরিকরা ঘুমিয়ে না পড়েন। সূর্যাস্ত হয়ে গেলে তারা যাতে আহার গ্রহণ করতে পারে। ফারুক আহমেদ খান ওরফে শহর খান সেই সময়ে রাস্তায় গান গেয়ে গেয়ে মানুষদের জাগিয়ে রাখেতেন।

বর্তমানে করোনা ভাইরাসের (COVID-19) কারণে বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। বিশ্বের বড় বড় ক্ষমতা সম্পন্ন সমস্ত দেশ আজ ধরাশায়ি হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের কারণে। ইটালি, স্পেন, জার্মানিকে মৃতের সংখ্যার দিক থেকে অনেক পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আমেরিকা। মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এবং আক্রান্ত ৯ লক্ষেরও বেশি মানুষ। বিশ্বে প্রতিদিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং প্রাণও হারাচ্ছে। ভারতেই এই রোগের বিস্তার ঘটেছে। এখনও অবধি আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৮০০ -এর দিকে এগোচ্ছে। আতঙ্কে রয়েছে গোটা বিশ্ববাসী। চিকিৎসকরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষজনকে সুস্থ রাখার জন্য।

sahar 333

এরই মধ্যে সেই শহর খানকে আবারও দেখা গেল শ্রীনগরের রাস্তায়। পবিত্র রমজান মাসে সেহরির জন্য সবাইকে জাগিয়ে রাখতে ভোর রাতে একাই রাস্তায় হেঁটে চলেছেন ‘শহর খান”। ডাঙ্কা বাজিয়ে মানুষজনকে এই বিপদের মধ্যে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন তিনি। এবং সজাগ থাকতে বলছেন।


Smita Hari

সম্পর্কিত খবর