বাড়ি বসে স্বামীর সঙ্গে ভাংরা নাচছেন শিল্পা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় বলিউডে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন শিল্পা শেট্টী (Shilpa Shetty)। একের পর এক ছবিতে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি। হিটও হয়েছিল সেই সব ছবি। তবে ছেলের জন্মের পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। কিন্তু ছোটপর্দায় বহুবার দেখা গিয়েছে তাঁকে। বেশ কয়েকটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।

shilpa shetty jfw
শুধু আগেকার নায়করাই নন, তার পরের প্রজন্মের নায়কদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন শিল্পা। তার মধ্যে রয়েছে, অক্ষয় কুমার, সইফ আলি খানের মতো অভিনেতারা। শিল্পার ফিগার নিয়ে তো কোনও কথাই চলে না। তাঁর নাচের ভঙ্গিমারও দিওয়ানা ছিলেন অনেকেই, এমনকি এখনও আছেন।

https://www.instagram.com/p/B_XY_aJBSGV/?igshid=13agjfr8es9uk

https://www.instagram.com/p/B-_dSYmBxcL/?igshid=1t2tnzk5i3uma

অনেকেই জানেন টিকটক করতে খুবই ভালবাসেন শিল্পা। সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে ভাংরা নাচছেন শিল্পা ও রাজ। ভিডিওর ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ইফ ইউ আর হ‍্যাপি অ্যান্ড ইউ নো ইট জাস্ট বল্লে বল্লে’।

এর আগে রাজের সঙ্গে শরীরচর্চার ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা। ছেলে ভিয়ানকেও দেখা গিয়েছিল সেখানে। শিল্পা জানান, সকালে যখন তিনি ও রাজ শরীরচর্চা করেন তখন ভিয়ানকেও সঙ্গে নেন তাঁরা। এতে ভিয়ানও মজা পায়। শিল্পা ও রাজ জিম করেন, অপরদিকে ভিয়ান নিজের মতো খেলে বেড়ায়।

https://www.instagram.com/p/B_MNnSPhRQp/?igshid=y30gj0fdiepr

https://www.instagram.com/p/B_CqkCRh96T/?igshid=17xc8nvxo199e

প্রসঙ্গত, এই লকডাউনে শরীরচর্চা ও যোগা নিয়েই বেশি ব্যস্ত আছেন শিল্পা। লকডাউনের পর খুব তাড়াতাড়িই বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। সৌজন্যে ‘হাঙ্গামা টু’। পরেশ রাওয়ালের বিপরীতে দেখা যাবে শিল্পাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর