শচীনকে টপকে যাওয়ার মত সমস্ত প্রতিভা রয়েছে বিরাট কোহলির মধ্যে, অজি পেসার ব্রেট লি।

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে কি টপকে যেতে পারবেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি? শচীন টেন্ডুলকারের সমস্ত রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি? ক্রিকেট বিশ্বে এই চর্চা দীর্ঘদিন ধরেই চলে আসছে। একসময় শচীন টেন্ডুলকারকে বোলিং করা কিংবদন্তি অজি পেসার ব্রেট লি এবার এই ব্যাপারে নিজের মতামত জানালেন।

অজি পেসার ব্রেট লি মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি যদি এই ভাবে ব্যাটিংয়ে নিজের ফর্ম বজায় রাখতে পারেন এবং তিনি যদি ফিটনেস বজায় রেখে আরও সাত থেকে আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে পারেন। তাহলে তিনি নিঃসন্দেহে শচীন টেন্ডুলকারের সমস্ত রেকর্ড ভেঙে দেবেন। ব্রেট লির মতে এই মুহূর্তে সেটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রতিভা সেটা বিরাট কোহলির মধ্যে ভরপুর রয়েছে। এরপর আসছে ফিটনেসের কথা ব্রেট লির মতে বর্তমান বিশ্বে ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির মধ্যে যে ফিটনেস রয়েছে সেটা অন্য কোনো ক্রিকেটারের মধ্যে নেই বলে তিনি মনে করেন। অর্থাৎ ফিটনেসের দিক থেকেও বিরাট কোহলি পুরোপুরিভাবে ফুল মার্কস পেয়েছেন। এছাড়া দরকার মানসিক ফিটনেস, ব্রেট লির মতে ব্যাটিংয়ে প্রতিভা থাকার মতই বিরাট কোহলির মধ্যে রয়েছে অদম্য মানসিক জোর।

2057247962d68d86b50244ae916abf5f2ffc74c27d0e20eda41ff1080a0d43400e5bbca2

ব্রেট লি জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন শচীন টেন্ডুলকার বিদায় নিয়েছিলেন তখন তিনি এমন অনেক রেকর্ড করে দিয়েছেন যেগুলি কারোর পক্ষে ভাঙ্গা সম্ভব নয়। তার মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরমেট মিলিয়ে 34 হাজারের বেশি রান রয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। সেটা ভাঙ্গা মুখের কথা নয় তবে বিরাট কোহলি সেটা ভাঙতে পারবে নাকি পারবে না সেটা নির্ভর করছে বিরাট কোহলির ভবিষ্যৎ পারফরমেন্সের উপর।

Udayan Biswas

সম্পর্কিত খবর