কিছুদিন আগেই লক ডাউনের নিয়ম ভেঙে বিজেপির এক নেতা তার বাড়িতে জন্মদিন অনুষ্ঠানে আয়োজন করেন। সেখানে অনেক মানুষের একত্রিত হওয়ার ফলে পুলিশ হানা দেয় এবং এই বিজেপি নেতাকে গ্রেফতার করে। আর একবার ফের এই ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে একটা বিজেপি নেতা বিবাহ বার্ষিকী পালন করছে।
গোলাম আলিপুরা অঞ্চলে বসবাসকারী বিজেপি নেতা তার বাড়িতে পুত্র বধূর বিবাহ বার্ষিকীতে দিল্লি থেকে তাঁর পুত্রবধূকেও এই পার্টিতে অংশ নিতে সাহায্য করেন। আর এরপরে শুরু হয় আসল সমস্যা । এখন বিজেপি নেতার পুত্রবধূ করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে।আবার অন্যদিকে এই বিজেপি নেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই নিয়ে সমস্যা শুরু হয়েছে এবং বার্ষিকী উদযাপনটি বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পরে স্থানীয় প্রশাসন তীব্র হয়ে উঠেছে। কারণ অনেক মানুষের নিমন্ত্রণ ছিলো।
উত্সবে অংশ নেওয়া পঁচিশ জন লোককে আগামী চোদ্দো দিনের জন্য স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে পৃথক থাকতে হবে। আর এদের সবাইকে পরীক্ষা করে দেখা হবে। অন্যদিকে পুলিশও এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানিয়েছে লক ডাউন অমান্য করার কারণে এদের সাজা হবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন।
আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব কটি রাজ্য। আর তারপরে খোদ বিজেপির নেতারা নাকি লক ডাউন অমান্য করছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা