ড‍্যানিয়েলের ওপর প্রতিশোধ নিলেন সানি, ফাঁস করলেন অন্দর মহলের আসল সত‍্যি!

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে সানি লিওনের (Sunny Leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে।

sunny leone daniel weber 2
কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের (Daniel Weber) সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। একথা সানির নিজের মুখেই বলা। মোট কথা, স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর।

https://www.instagram.com/p/B_ag_c1Dbiq/?igshid=9hpfoxbkybsc

তবে ড‍্যানিয়েলের সঙ্গে মাঝে মাঝেই বেশ খুনসুটিও করতে দেখা যায় সানিকে। কিছুদিন আগেই মজা করে একটি ভিডিও শেয়ার করেছিলেন ড‍্যানিয়েল। সেখানে তিনি অভিযোগ করেন বাড়িতে বসেও নাকি কোনও কাজই করছেন না সানি। হয় সারাক্ষণ ঘুমোচ্ছেন নাহলে সেলফি তুলে যাচ্ছেন। এমনকি তাঁর রান্নাও নাকি একেবারেই ভাল না বলেও দাবি করেন ড‍্যানিয়েল।

https://www.instagram.com/p/B_HcQzEDeXx/?igshid=mau1d8lkmwf5

কিন্তু ভিডিওর মাঝেই হঠাৎ করে চলে আসেন সানি। ড‍্যানিয়েলকে এই কাণ্ড করতে দেখে বেশ রেগেও যান। এর প্রতিশোধও নেবেন বলে জানান তিনি। সেই প্রতিশোধই এবার নিলেন সানি। আসলেই যে এই লকডাউনে তাঁর বাড়িতে কি হচ্ছে সেটাই দেখালেন তিনি। ভিডিওতে তিনি দেখান, রান্না করতে করতে পুড়িয়ে ফেলছেন ড‍্যানিয়েল। শরীরচর্চার বালাই নেই, শুধু শুয়ে বসে কাটাচ্ছেন নাহলে সেলফি তুলছেন।

https://www.instagram.com/p/B_LG3wuj3_9/?igshid=1a79drx1s9zsu

ভিডিওর ক‍্যাপশনে সানি লিখেছেন, ‘আপনাদের জন‍্য সত‍্যিটা তুলে ধরলাম। ড‍্যানিয়েল সারাক্ষণ শুয়ে বসেই কাটিয়ে দেয়’। তবে বেশ বোঝা যাচ্ছে এই ভিডিওটিও মজা করেই করেছেন তিনি। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন দুজনের এই মিষ্টি খুনসুটি দেখে।

https://www.instagram.com/p/B_W-BWVjv2Q/?igshid=1lmw0unji5ocg

প্রসঙ্গত, সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।

Niranjana Nag

সম্পর্কিত খবর