বাংলা হান্ট ডেস্ক : গতবছর থেকেই প্রত্যেকটি ঋতুতেই বৃষ্টির জন্য কম নাজেহাল হতে হয়নি মানুষকে। শীত, গ্রীষ্ম, বসন্ত প্রত্যেকটি ঋতুতেই বৃষ্টির ঝামেলা পোহাতে গিয়ে নাজেহাল হতে হয়েছে মানুষকে। কিন্তু অন্যান্য ঋতুতেও অনিয়ম করে বৃষ্টি হলেও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির দেখা ছিল না কলকাতায়। সাথে দিন দিন বাড়ছে তাপমাত্রা।
এছাড়াও করোন ভাইরাসের থাবায় স্তব্ধ গোটা পৃথিবী। বিশ্বের প্রত্যেকটি উন্নতশীল দেশগুলিও হিমশিম খাচ্ছে এই ভাইরাসের সাথে মোকাবেলা করতে। করোনা ভাইরাসের থাবা পড়েছে ভারতেও। দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।সেকারনে গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ শে মার্চ থেকে গোটা দেশজুড়ে চলছে।
একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে লোকডাউনের জন্য বাড়ি থেকেও বেরোতে পারছেন না।তার ওপর বেড়েই চলেছিলো তাপমাত্রার পারদ। এমন সময় আবহাওয়া নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিন দুয়েক আগে থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ একাধিক জেলাতে। আজ বিকেলের পর থেকে মেঘলা কলকাতা সহ একাধিক জেলার আকাশ। ইতিমধ্যেই ঝড়ো হাওয়া ও বিদ্যুতের ঝলকানি শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কাল থেকে ফের কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা,হতে পারে শীলা বৃষ্টিও ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।