বাংলাহান্ট ডেস্কঃ আংশিক ভাবে যাত্রী পরিবহন চালু করতে চলেছে ভারতীয় রেল (indian railways)। জানা যাচ্ছে, কয়েকটি বিশেষ ট্রেনের ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী ভাড়া নিয়ে যাত্রী পরিবহন চালু করা হতে পারে। ইন্ডিয়া টুডে সূত্র জানায়, এই প্রস্তাবের পেছনের ধারণাটি কেবলমাত্র সেই সকল ব্যক্তিকেই সহায়তা করা যাঁদের জরুরি পরিস্থিতিতে ভ্রমণ করতে হবে।
প্রস্তাবটি গৃহীত হলে, রেল প্রথমে কেবল স্লিপার ট্রেন শুরু করতে পারে, এসি ট্রেনগুলি প্রথমে চালানো হবে না। কেবলমাত্র কনফার্ম টিকিটের যাত্রীদের প্রথমে যাতায়াত করার অনুমতি দেওয়া হবে, কারণ রেলওয়ে সাধারণ শ্রেণিতে ভিড় করতে চায় না।প্রাথমিকভাবে, ট্রেনগুলি কেবলমাত্র গ্রিন জোনে চলবে এবং স্টেশনগুলিতে চলত যা এই অঞ্চলগুলির অধীনে আসে। ট্রেনটি হটস্পট সংলগ্ন স্টেশনগুলিতে থামবে না।
বেশ কিছু নিয়ম যাত্রীদের মানতে বাধ্য করা হবে। তার মধ্যে অন্যতম হলো মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং । পাশাপাশি, আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে।
রেলের তরফে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩ মে এর পর আদেও রেল পরিষেবা চালু হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইট করে এমন কথা জানিয়েছেন। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে সংশয় প্রকাশ করেছেন
https://www.instagram.com/p/B-9SNd5jBCg/?igshid=fqe14101ejap
লকডাউন দ্বিতীয় পর্ব ঘোষনা হবার সাথে সাথেই রেল ঘোষনা করল আগামী ৩ মে পর্যন্ত স্থগিত থাকবে ভারতীয় রেল এর যাত্রী পরিষেবা। যদিও পন্য পরিষেবা বজায় রাখা হবে বলে খবর রেল সূত্রে।
Indian Railways extends suspension of its passenger services till May 3: Indian Railways Officials pic.twitter.com/QAoZYHnIbv
— ANI (@ANI) April 14, 2020
ভারতীয় রেল ইতিমধ্যেই সমস্ত প্রিমিয়াম ট্রেন, মেল / এক্সপ্রেস ট্রেন, যাত্রীবাহী ট্রেন, শহরতলির ট্রেন, কলকাতা মেট্রো রেল এবং কোঙ্কন রেলওয়ে ইত্যাদি 3 মে পর্যন্ত স্থগিত করেছে। এগুলি ছাড়াও, আইআরসিটিসি ইতিমধ্যে ৩০ টি এপ্রিল পর্যন্ত তার নিজস্ব তিনটি ব্যক্তিগত ট্রেনের বুকিং স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই তিনটি ট্রেন হ’ল কাশী মহাকাল এক্সপ্রেস বারাণসী-ইন্দোর রুটে চলমান, লখনউ-নয়াদিল্লি তেজাস এবং আহমেদাবাদ-মুম্বাই তেজাস।