করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আগামী ২১ মে পর্যন্ত লকডাউন চলার পক্ষে মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্কঃ আজ প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়। এই বৈঠকে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে লকডাউন নিয়ে পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

modi mann ki baat

প্রায় প্রতিটি রাজ্যই লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। আরেকদিকে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই বৈঠকে অংশ নেননি। ওনার বদলে কেরলের মুখ্য সচিব এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) প্রথমে অংশ না নেওয়ার খবর ছড়ালেও, পরে তিনি এই বৈঠকে অংশ নেন।

এই বৈঠকে লকডাউন ২১মে পর্যন্ত বাড়ানোর পক্ষপাতী হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, ‘লকডাউন যেমন চলছে চলুক। রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন গুলোকে চিহ্নিত করা হয়েছে। রেড থেকে অরেঞ্জ জনে গেলে ধাপে ধাপ্রে ছাড় ঘোষণা করা হবে। রেড জোনে কড়া নিয়ম পালনের নির্দেশ থাকবে।”

এর পাশাপাশি কেন্দ্র সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, কেন্দ্রীয় দল পাঠানোর পিছনে কোন যুক্তি খুঁজে পাওয়া যায়নি। রাজ্যকে না জানিয়ে হঠাত এমন সিদ্ধান্ত কেন? কেন্দ্র থেকে একবার বলছে কড়া ভাবে লকডাউন পালন করতে হবে, আবার কখনো বলছে দোকানপাট খুলতে হবে। স্বাভাবত দোকান খুললে রাস্তায় ভিড় বাড়বে আর লকডাউন ব্যর্থ হবে। মমতা ব্যানার্জী গুরুতর অভিযোগ করে বলেন, তিন ঘণ্টা ধরে শুনেছি, আমাদের কিছু বলতে দেওয়া হয়নি।


Koushik Dutta

সম্পর্কিত খবর