জনপ্রিয় হিন্দি গানে টিকটক করলেন মোনালিসা, দেখে নিন সেই ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

antara biswas monalisa 1280x720 1
সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য।

https://www.instagram.com/p/B_KVLQ7FG6e/?igshid=1o7vcppebcqk0

এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ঘরে বসেই কখনও শরীরচর্চা কখনও বই আবার কখনও স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করে সময় কাটাচ্ছেন তিনি। ‘নজর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজনে অভিনয় করছিলেন মোনালিসা। কিন্তু এখন শুটিং বন্ধ থাকায় পুরোনো ছবি শেয়ার করেই সময় কাটাতে হচ্ছে তাঁকে।

https://www.instagram.com/p/B_MYNX5Fhem/?igshid=7ksjkd5bq4s6

https://www.instagram.com/p/B_O81TwlDt9/?igshid=nn8ijiy8vmq5

তবে বাড়িতে বন্দি থাকার সময়টা একেবারেই হেলায় নষ্ট করছেন না মোনালিসা। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো সেনসেশন তিনি। আইটেম গানে তাঁর দুরন্ত শরীরী বিভঙ্গ যে কারওরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন‍্য যথেষ্ট। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। তাই বাড়িতেই ফটোসেশন শুরু করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B_XKUwcFEHf/?igshid=1pj4c2sk59r09

https://www.instagram.com/p/B_WX39-FkOk/?igshid=104631u8hh6uo

প্রতিদিনই নতুন নতুন ফটোশুট করেন অভিনেত্রী। সেই সঙ্গে পাল্লা দিয়ে টিকটক ভিডিও করছেন তিনি। সম্প্রতি এমনই একটি টিকটক শেয়ার করেছেন মোনালিসা। জনপ্রিয় হিন্দি গান ‘ইস দিওয়ানে লড়কে কো কোই সমঝায়ে’র সুরে টিকটক করেছেন তিনি। বেশ অভিনয় করে ভিডিও করতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/B_e2XPUlbjk/?igshid=1su8tkte9m217

ভিডিওর ক‍্যাপশনে মোনালিসা লিখেছেন, বাড়িতে বসে কি করবেন তাই টিকটক করেছেন। ৩০ হাজার ভিউ ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে এই ভিডিওতে। এর আগে স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক করতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি নিজের ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন মোনালিসা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর