ফের কলঙ্কিত হল ক্রিকেট, ফের ক্রিকেটকে কলঙ্কিত করল পাকিস্তান। ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেই খেলায় নিয়ম ভঙ্গ করার জন্য পাকিস্তানী ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নির্বাচিত হতে হল সমস্ত ধরনের ক্রিকেট থেকে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন যে উমর আকমল পাকিস্তান দুর্নীতি দমন আইনের আর্টিকেল 2.4.4 ভঙ্গ করেছেন সেই কারণে তাকে আগামী তিন বছর সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হল। উমর আকমলের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তান সুপার লিগ চলাকালীন ক্রিকেট বুকিদের কাছ থেকে তিনি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই কথা তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানান নি বরং নিজের কাছে গোপন রেখেছিলেন। সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাকে এই শাস্তি দেওয়া হল। ইতিমধ্যে উমর আকমল তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মাথা পেতে নিয়েছেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল- ই- মিরান চৌহানের নেতৃত্বাধীন বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটি এইদিন এই বিষয় টি নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকেই উমর আকমলকে তার শাস্তি স্বরূপ তিন বছর সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। উমর আকমল পাকিস্তানের হয়ে 16 টি টেস্ট, 121 টি ওয়ানডে এবং 84 টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু কেরিয়ারের মাঝপথে এইভাবে নির্বাসনে চলে যাওয়া তার কেরিয়ারের যে চূড়ান্ত ক্ষতি করল সেটাই বোঝা যাচ্ছে।