ভাইরাসের আক্রমণে পুলিশকর্মীর মৃত্যু,বেশকিছু হাসপাতাল ভর্তি নিতে করেছিল অস্বীকার

বাংলাহান্ট ডেস্কঃ এবার মারণ ভাইরাস প্রান কাড়ল দিল্লীর (Delhi) এক হেড কনস্টেবলের (Head Constable)। বয়স ৫৭। তিনি কুরলা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

corona india 1

সূত্রের খবর, জ্বর হওয়ায় শুক্রবার তিনি প্রথমে ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা তাকে কাস্তুরবা হাসপাতালে যেতে বলেছেন, যা সংক্রমণের রোগীদের চিকিত্সার প্রধান কেন্দ্র। সেখানেও তাকে ভর্তি করতে অস্বীকৃতি জানানো হয় এবং এর পরে তিনি নয়ার হাসপাতালে যান, তাকে কেইএম হাসপাতালে যেতে বলেছিলেন। কর্মকর্তা জানান, আবারও হেড কনস্টেবলকে কস্তুরবা হাসপাতালে যেতে বলা হলে, কুর্লা ট্রাফিক বিভাগের সিনিয়র পরিদর্শক হস্তক্ষেপ করে তাকে কেইএম-এ ভর্তি করানো হয়।

coronavirus testing everlywell

এই মারণ ভাইরাসের জেরে মারা গিয়েছে অনেকে। আবার আক্রান্তের সংখ্যাটাও কম নয়। করোনায় ভারতে মৃত ৯৩৪, আক্রান্ত ২৯ হাজার ৪৩৫ জন। আর এই ভাইরাস ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। খুব দরকার ছাড়া বাড়ি থেকে বেরোনো বারণ।

সম্পর্কিত খবর