রাম-সীতার সঙ্গে রাজীব গান্ধী, পুরোনো ছবি শেয়ার করে নস্টালজিয়ায় ডুব দিলেন দীপিকা চিখলিয়া

বাংলাহান্ট ডেস্ক: ১৯৮৭ সালে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana) । সেই কালজয়ী ধারাবাহিক আবারও ফিরে এসেছে এই লকডাউনের সময়। আর বলা বাহুল‍্য তখন যে জনপ্রিয়তা ছিল এই ধারাবাহিকের এখনও তাই আছে।

ram 2222
তরুণ প্রজন্মও একইরকম ভাবে আপন করে নিয়েছে এই ধারাবাহিক ও তার চরিত্রগুলোকে। রামায়ণে সীতার (sita) চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া (dipika chikhlia)। এই একটি ধারাবাহিকই প্রচুর জনপ্রিয়তা এনে দেয় তাঁকে। এখন রামায়ণ আবার টেলিভিশনে ফেরায় নতুন করে জনপ্রিয়তা পেয়েছেন দীপিকাও।

rammmmmmmmmmmmmmmmmmmmm
সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় দীপিকাকে। সম্প্রতি রামায়ণের সঙ্গে নস্টালজিয়ায় ডুব দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে একের প‍র এক পুরোনো ছবি শেয়ার করে যাচ্ছেন তিনি। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবানী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে পুরোনো ছবি শেয়ার করেছিলেন দীপিকা।

https://twitter.com/ChikhliaDipika/status/1251505820543488000?s=19

 

এবার তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করলেন রামায়ণের সীতা। এই ছবিতে তাঁর সঙ্গে ‘রাম’ অর্থাৎ অরুণ গোভিলকেও দেখা গিয়েছে। ছবির ক‍্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এই প্রথমবার আমরা পুরস্কৃত হয়েছিলাম। আমরা বুঝেছিলাম আমরা মহাকাব‍্য রামায়ণের অংশ। আমরা ইতিহাস সৃষ্টি করেছিলাম। সেই দিনটা পরিস্কার মনে আছে যেদিন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লী গিয়েছিলাম।’

https://www.instagram.com/p/B_beZDuJtYJ/?igshid=krkuomrlbhnh

১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রামায়ণ টিমের হাতে পুরস্কার তুলে দেন। এটা সেই সময়কারই ছবি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আডবানী ও অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দীপিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর