লকডাউনের মধ্যে পেট্রোল আর ডিজেলে শুল্ক বাড়িয়ে দিলো এই রাজ্য! ৬ টাকা আর ৫ টাকা প্রতি লিটার বাড়ল দাম

বাংলা হান্ট ডেস্কঃ করোনার ভাইরাসের মহামারীর (Coronavirus Pandemic) বিরুদ্ধে যুদ্ধে গোটা দেশে লকডাউন (Lockdown) জারি আছে। আর এই লকডাউনের মধ্যে নাগাল্যান্ড পেট্রোল আর ডিজেলে (Petrol And Diesel Price) কোভিড-১৯ সেস লাগিয়েছে।

Petrol Diesel Prices India AP

নাগাল্যান্ড পেট্রোলে ৬ টাকা প্রতি লিটার আর ডিজেলে ৫ টাকা প্রতি লিটার সেস বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত ২৮ এপ্রিল মধ্যরাত থেকে লাগু হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, এর আগে অসমেও পেট্রোলে ৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৫ টাকা প্রতি লিটার সেস বৃদ্ধি করা হয়েছিল।

নাগাল্যান্ড ট্যাক্সেশন আইন ১৯৬৭ এর কিছু ক্ষমতার ব্যবহার করে রাজ্যপাল এই আদেশ জারি করেছে। এই আদেশ অনুযায়ী, বর্তমান ট্যাক্স ছাড়াও আলাদা করে কোভিড-১৯ সেস লাগানো হবে। অতিরিক্ত মুখ্য সচিব এই তথ্য জানিয়েছেন।

অসম সম্প্রতি পেট্রোল আর ডিজেলে ৬ টাকা এবং ৫ টাকা করে ট্যাক্স বৃদ্ধি করেছে। এছাড়াও মেঘালয় রাজস্বের ঘাটতির কারণে ২ শতাংশ কর আলাদা করে বসিয়েছে পেট্রোল ডিজেলে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর