বাংলা হান্ট ডেস্কঃ হাওড়ার ঘটনা নিয়ে তৃণমূল (All India Trinamool Congress) এবং মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) বিঁধতে নতুন ভিডিও প্রকাশ করলেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ওনার টিমের তরফ থেকে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে লেখা হয়, ‘মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক পশ্চিমবঙ্গের করোনা যোদ্ধাদের মারছে। তাদের দোষ একটাই ছিল, তাঁরা লকডাউনে একটি নির্দিষ্ট এলাকায় ভিড় কমাতে গেছিল। মমতা ব্যানার্জীর সরকার কি এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে? নাকি এখনো পর্যন্ত উনি পাবলিসিটি পলিটিক্স এর উপরেই নজর দেবেন।”
@Mamataofficial's vote bank attacked #CoronaWarriors in WB's Howrah who were trying to enforce lockdown in the area. Will #TMChhi Govt take action against these incidents, or there focus will still be Publicity & Politics? @BJP4Bengal #SaveBengalFromCoron @SuPriyoBabul @swapan55 pic.twitter.com/Mh6UbxbMJu
— BJP Asansol Official (@BJPAsansolOff) April 29, 2020
আপনাদের জানিয়ে দিই, গতকাল হাওড়ায় (Howrah) লকডাউন লঙ্ঘন করা ব্যাক্তিদের রুখতে গিয়ে নিগৃহীত হয় পুলিশের কর্মীরা। মঙ্গলবার করোনার যোদ্ধাদের উপর হামলা করে উন্মাদী ভিড়। পাথর ছোঁড়া, বোতল ছোঁড়া এবং পুলিশের গাড়িতে হামলা করার পর পুলিশের টিমকে তাড়া করা কোন কিছুই বাকি ছিল না আর।
হাওড়ার টিকিয়াপাড়ায় (Howrah Tikiapara) লকডাউন ভেঙে প্রচুর পরিমাণে ভিড় জড় হয়েছিল। ভিড়কে নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ আর RAF এর কর্মীরা। এরপর উন্মাদী ভিড় পুলিশের উপর হামলা করে দেয় সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে পুলিশকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, সেটা পরিস্কার দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ৪ জেলা রেড জোন ঘোষণা হয়েছে, আর হাওড়া সেই রেড জোনের মধ্যেই পরে।
#Watch: Vandals & lockdown violators attack cops of Howrah City Police at Tikiapara. Police reached the spot to disperse the violators when they pelted stones at them, vandalised police vehicle. Huge force rushed to the spot, situation now peaceful @ZeeNewsCrime @capt_ivane pic.twitter.com/MguY0J7VFH
— Pooja Mehta (@pooja_news) April 28, 2020
উল্লেখ্য, রাজ্যে করোনার সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় ৫১ টি নতুন মামলা সামনে এসেছে আর করোনা রোগীর সংখ্যা বেড়ে ৩৮৫ হয়ে গেছে। রাজ্যে এখনো পর্যন্ত সরকারি হিসেবে ২০ জনের মৃত্যু হয়েছে করোনায়।