বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতেও কিছু অসচেতন যুবক লকডাউন উপেক্ষা করেই মাতলেন বনভোজনে৷ আর বনভোজনের সেই ভাইরাল ভিডিও দেখে গ্রেপ্তার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর সালেমে।এই দলটি চাল এবং মাংস কিনে সালেমের বীরনাম এলাকার একটি জমিতে রান্না করেছিল। একরকম উত্সব মেজাজেই ছিল তারা। তবে টিকটকে ভিডিও পোস্ট হবার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়।
সেই ভাইরাল ভিডিও দেখে মহামারি আইন অমান্য করার কারনে পুলিশ ঐ দশ যুবককে গ্রেপ্তার করে।
এর আগে, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও (viral video) দেখে পদক্ষেপ নিল পুলিশ। ঐ ভিডিওতে নিকাশি জলে ধুয়ে তরমুজ বিক্রি করতে দেখা গিয়েছিল দুই যুবককে।
২৮ শে মার্চ শাহবাজ ও রায়ান নামে দুই যুবক কর্ণাটকের বেলগাভির নীপপানির বাসেশ্বর চকে নিকাশী জলে ধুয়ে তরমুজ বিক্রি করছিল বলে অভিযোগ। একজন নেটিজেন সেই ভিডিওটি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।
Shahbaz & Rihan arrested for selling watermelons dipped in gutter. But if we boycott them then secularism will come in danger.
Nippani, Belgaum pic.twitter.com/Wr6zXyPPV5
— Woke Patroller (@WokePatroller) April 21, 2020
মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তারপরেই পুলিশের তরফ থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে কর্ণাটকের বেলগাভিতে হিন্দালগা কারাগারে প্রেরণ করা হয়েছে