সহবাগের চেয়েও প্রতিভাবান ছিল ইমরান নাজির, প্রাপ্তন পাক পেসার শোয়েব আখতার।

প্রাক্তন পাক পেসার শোয়েব আক্তার মনে করেন ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ এর থেকেও প্রতিভায় এগিয়ে ছিলেন পাকিস্তানের ইমরান নাজির। কিন্তু তার ক্রিকেট জ্ঞান ছিল না খুব একটা, অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সেই ভাবে তিনি সাহায্য পাননি। আর সেই কারণেই তিনি তাঁর প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি।

44 বছর বয়সী প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার জানিয়েছেন যে আমার মনে হয় সেহবাগের থেকেও বেশি প্রতিভা ছিল ইমরান নাজিরের কিন্তু শেহবাগের মত ক্রিকেট মস্তিস্ক না থাকার কারণে তিনি অনেকখানি পিছিয়ে ছিলেন। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাকে সেইভাবে সাহায্য করা হয়নি। ভারতের বিরুদ্ধে একবার দুর্দান্ত সেঞ্চুরি করেছিল ইমরান তারপর আমি পাকিস্তান বোর্ডকে বলেছিলাম ওকে নিয়মিত খেলাতে কিন্তু তারা সেটা করেননি।

585463712c6d60f36044da6a9e36ad736550b95fa0950036d670066576a36722b5a5c287

নাজির পাকিস্তানের হয়ে আট টি টেস্ট ম্যাচ খেলে 427 রান করেছেন। 79 টি ওয়ানডে ম্যাচে করেছেন 1895 রান। অপরদিকে ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ 104 টি টেস্ট ম্যাচ খেলে রান করেছেন 8586, একদিনে ক্রিকেটে 251 টি ম্যাচ খেলে করেছেন 8273 রান। ধারে ভারে পাকিস্তানের ইমরান নাজিরের থেকে অনেক অনেক গুণ এগিয়ে রয়েছেন ভারতীয় বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেওয়াগ।

Udayan Biswas

সম্পর্কিত খবর