ভবঘুরে ব‍্যক্তির গলায় ঝরঝরে ইংরেজি গান, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে দেখা এক ভবঘুরে ব‍্যক্তিকে দেখা গিয়েছে ঝরঝরে ইংরেজিতে গান গাইতে।

PicsArt 04 29 07.05.46
এই ঘটনা বিহারের পাটনার। লকডাউনে পাটনার রাস্তায় ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ান এই ব‍্যক্তি। নিজের নাম তিনি জানান, সানি বাবা। কয়েকজন যুবকের সঙ্গে দিব‍্যি ইংরেজিতে কথোপকথন চালিয়ে গেলেন তিনি।
ভবঘুরে ব‍্যক্তির গলায় জনপ্রিয় গায়ক জিম রিভসের ‘হি উইল হ‍্যাভ টু গো’ গানটি শুনে রীতিমতো অবাক নেটজনতা। দিব‍্যি সুন্দর ঝরঝরে ইংরেজিতে গান গেয়েছেন সানি বাবা। এই ভিডিও এখন সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল।

https://twitter.com/VandanaJayrajan/status/1252283109388750849?s=19

তবে এই সানি বাবার অতীত জীবন সম্পর্কে কিছুই জানা যায়নি। ভিক্ষা করা ছাড়া আর কি করেন তিনি? এই প্রশ্নের উত্তরে ওই ব‍্যক্তি জানান, ‘আই অ্যাম এ সিঙ্গার অ্যান্ড এ ডান্সার’।

Niranjana Nag

সম্পর্কিত খবর