মঙ্গলবার পাঞ্জাবের সিভিল হাসপাতাল প্রশাসন গুরুতর অবহেলা করে দুই করোনা পজিটিভ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। এদের মধ্যে মঙ্গলবার গভীর রাতে এক করোনা আক্রান্তকে ফোন করা হয়েছিল। তিনি নিজে একটি বাইকে চড়ে হাসপাতালে ফিরে এসে আবার ভর্তি হন। আর দ্বিতীয় জন সিভিল হাসপাতালে ঘুমিয়েছিলেন, কারণ বাড়িতে যাওয়ার জন্য তাঁর কোনও যানবাহন ছিলো না।
করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় পাঁচ হাজারের এর বেশী।
আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আর এরমধ্যে নানা সমস্যা ঘটে যাচ্ছে তা বলা বাহুল্য।
পরে জানা গেছে তাঁর মেয়েও করোনায় আক্রান্ত ছিলো। তাদের এখন চিকিৎসা চলছে। তাদের মধ্যে এক জন বাড়িতে গিয়ে তার পরিবার এবং আত্মীয়দের সাথে দেখা করে। তিনি এলাকায় মোটরসাইকেলে রাস্তায় ঘোরাঘুরি করেন। সুস্থ হয়েছেন বলে তাকে বন্ধুরা ফুল দিয়ে অভ্যার্থনাও দেন। বুধবার সকালে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল গভীর রাতে তাকে খুঁজতে তার বাড়ি পৌঁচায়। পড়ে অবশ্য জানা যায় , তিনি হাসপাতালে ছিলেন।আর হাসপাতালে এই চূড়ান্ত গাফিলতির কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।