Aarogya Setu App এ রেজিস্ট্রেশন না করলে চলবে না স্মার্টফোন! কড়া নিয়ম আনছে ভারত সরকারঃ সুত্র

বাংলা হান্ট ডেস্কঃ ভারত সরকারের (Indian Government) করোনাভাইরাস ট্র্যাক করা আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu App) খুব শীঘ্রই ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকবে। সরকারি সুত্র থেকে এই খবর জানা যায়। এই মামলায় তথ্য রাখা আধিকারিক অনুযায়ী, লকডাউন শেষ হওয়ার পর ভারতে বিক্রিত স্মার্টফোনে এই অ্যাপ প্রি-ইনস্টল থাকার অনিবার্য হয়ে যাবে। এর সাথে সাথে এটাও বলা হয়েছে যে, কোম্পানি শুধু প্রি-ইনস্টলই না তাঁরা এটাও সুনিশ্চিত করবে যে, মোবাইল ফোন ব্যবহারকারী ইউজার ওই অ্যাপে রেজিস্টার করবে আর সমস্ত তথ্য দেবে।

aarogya setu app

এই নির্নয়কে লাগু করার জন্য ভারত সরকার নোডাল এজেন্সি নিযুক্ত করার জন্য প্রস্তুত। ওই নোডাল এজেন্সি গুলো স্মার্টফোন কোম্পানি গুলোর সাথে যোগাযোগ করবে। আর তাঁরা এটাও দেখবে যে, সমস্ত নতুন ডিভাইসে ইন্সটল হওয়া অ্যাপের সাথে কোন স্কিপ করার অপশন যেন না দেওয়া হয়। ভারতে আগামী দিনে বিক্রি হওয়া সমস্ত নতুন স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ inbuilt ফিচার হিসেবে দেওয়া হবে।

আপনাদের জানিয়ে দিই, যবে থেকে আরোগ্য সেতু অ্যাপ লঞ্চ হয়েছে, তবে থেকে শুধুমাত্র গুগল প্লে স্টোরে এখনো পর্যন্ত দেশের ৭.৫ কোটি মানুষ ইনস্টল করে ফেলেছে। সরকার আরোগ্য সেতু কন্টাক্ট ট্রেসিং অ্যাপ অনিবার্য করার যোজনার সাথে সাথে আগামী দিনে এই অ্যাপ প্রতিটি ভারতীয়র স্মার্ট ফোনে ইনস্টল করানোর পরিকল্পনা করছে।

আরোগ্য সেতু একটি ট্র্যাকিং অ্যাপ। এটি GPS সিস্টেম আর ব্লুটুথের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের মামলা গুলোর তথ্য দিতে সাহায্য করে। আরোগ্য সেতু অ্যাপ অ্যান্ড্রয়েড আর আইফোন দুটির জন্যই বানানো হয়েছে। এই অ্যাপ ইউজারদের ফোনের ব্লুটুথ, লোকেশ আর মোবাইল নাম্বারের ব্যাবহার করে করোনার সংক্রমণ ট্র্যাক করে। ওই অ্যাপে করোনা হেলথ সেন্টার আর সেলফ অ্যাসেসমেন্ট টেস্টের মতো অপশনও আছে।

ওই অ্যাপে একটি চ্যাটবটও আছে, যেটি করোনা ভাইরাস নিয়ে আপনার প্রশ্নের জবাব দেবে আর এটা নির্ধারিত করবে যে, আপনার মধ্যে করোনার লক্ষণ আছে কি নেই। এমনকি এই অ্যাপে ভারতের প্রতিটি রাজ্যের করোনা হেল্পলাইন নাম্বারও আছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর