বাংলা হান্ট ডেস্কঃ জলপাইগুড়ির বানারহাটে বিজেপির (Bharatiya Janata Party) পার্টি অফিস থেকে কয়েকশ কুইন্টাল রেশনের চাল উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অভিযোগ, জলপাইগুড়ির বানারহাটে বিজেপির পার্টি অফিসে কয়েকশ কুইন্টাল রেশনের চাল মজুত করা ছিল। ঘটনার খবর পেয়ে পার্টি অফিসে হানা দেয় বানারহাট থানার পুলিশ। এরপর চালের বস্তা গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েন প্রধান এবং জেলা সভাপতি অভিযোগ করে বলেছেন যে, রেশন দোকানের মালিক পুরো এক মাসের চাল তুলে সমস্তই বিজেপির হাতে তুলে দেয়। এই ঘটনায় পুলিশের তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং পঞ্চায়েত প্রধান সীমা দাস জানিয়েছেন যে, আগামীকাল থেকে এলাকায় রেশন বিলির কাজ শুরু হবে।
যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করেছে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি জানিয়েছেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য আমরা ওই ঘর ভাড়া করে অস্থায়ী পার্টি অফিস বানিয়েছিলাম। এরপর ভোট মিটে যেতেই আমরা ওই ঘর ছেড়ে দিই।
উনি জানান, ‘আমরা ঘর ছেড়ে দিয়েছি ঠিকই কিন্তু সেখান থেকে ফ্ল্যাগ আর ব্যানার খুলে আনিনি। সেগুলো এখনো রয়ে গেছে।” ওই ঘরে শুধু বিজেপির ফ্ল্যাগ আর ব্যানারই না, সেখানে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর পোস্টারও এখনো রয়ে গেছে। বিজেপির পার্টি অফিস থেকে এত বস্তা চাল উদ্ধারের পর কার্যত ব্যাকফুটে জেলা বিজেপির নেতৃত্ব।
আরেকদিকে, এই ঘটনার পর জলপাইগুড়ি জেলার খাদ্য আধিকারিক অমৃত ঘোষ জানিয়েছেন যে, ” আমরা অভিযোগ পেয়েছি। আমাদের অফিসাররা সেখানে গিয়েছেন তদন্ত করার জন্য। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।”