সরকারি কর্মীদের ২৫% বেতন না দেওয়ার সিদ্ধান্ত কেরল সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ দেশে প্রথম সরকারি কর্মীদের বেতন কাটাই কেরল বাম শাসিত সরকার। শনিবার সাংবাদিদের কাছে এমনটাই জানিয়েছেন কেরালার (Kerala) অর্থমন্ত্রী টমাস আইজ্যাক (Thomas Isaac)। পরিস্থিতি মোকাবিলায় সরকারি কর্মীদের বেতন কাটাই একমাত্র পথ বলেও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী টমাস আইজ্যাক জানিয়েছেন, ‘শুধুমাত্র সরকারি কর্মীদের বেতন দিতেই ২৫০০ কোটি টাকা প্রয়োজন।

cpim kerala

 

কিন্তু এপ্রিল মাসে রাজ্য সরকার মাত্র ২৫০ কোটি টাকা জোগাড় করতে পেরেছে। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া ধরলে, তা দাঁড়াবে ২ হাজার কোটিতে। তাই ঘাটতি মেটাতে বাজার থেকে ঋণ নেওয়া ছাড়া উপায় নেই।’মঙ্গলবার কেরল হাইকোর্ট এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। এই সিদ্ধান্তের পিছনে কোনও আইনি বৈধতা নেই।এই প্রসঙ্গ তুলে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু আইনি পথ বের করে ফের বেতন মুলতুবি রাখার পথে হাঁটতে শুরু করল পিনরাই বিজয়ন সরকার। এই মর্মে টমাস আইজ্যাক বলেছেন, “আমরা আইনি সমাধান সূত্র পেয়েছি। আমরা হাইকোর্টের পর্যবেক্ষণ মেনে নিয়ে বলছি এই অর্ডিন্যান্সের (Ordinance) মাধ্যমে সেই সিদ্ধান্ত আইনি বৈধতা পাবে।

CPIM flag DH 1569852601

ফলে, আমরা বেতন সঙ্কুচিত না করে তা স্থগিত করতে পারবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ভারতে (india) এখনও পর্যন্ত করোনার মোট বলি হয়েছেন ১,০০৭ জন এবং ওই মারণ রোগে  আক্রান্তের সংখ্যা ৩১,০০০ গণ্ডিও পার করে ফেলেছে। সবচেয়ে বড় কথা, দিনে দিনে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় এদেশে মোট ৭৩ জন মারা গেছেন, যা একদিনে মৃত্যুর সংখ্যার হিসাবে একটি নতুন রেকর্ড। তবে ধীরে ধীরে করোনা (corona) মুক্তও হচ্ছেন বহু মানুষ। সারা দেশে মোট ৭,৬৯৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বুধবার সকাল পর্যন্ত এই পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ২৪.৫৬ শতাংশে। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন বলেন যে গত তিন দিনে করোনা সংক্রমণের দ্বিগুণ বৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমেছে।

সম্পর্কিত খবর