বাংলহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া (weather) দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার, বিকালে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থাকবে। এদিকে শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। বিকেল থেকেই শুরু হয় ঝড়বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
কলকাতা, হুগলি ও হাওড়া-সহ একাধিক জেলায় ইতিমধ্যেই কালবৈশাখীর দাপট শুরু হয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর (Alipore)। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মালদাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এছাড়াও আলিপুর জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) শুক্রবার সকালে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহবিদদের অনুমান আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ গভীর ঘূর্ণাবর্তে পরিণত হবে। তবে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি হবে খুবই ধীর গতিতে। এর জেরে ২ থেকে ৫ তারিখ পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস ১ এবং ২ তারিখ হাল্কা বৃষ্টি হবে। ৩ তারিখ থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। ৪ এবং ৫ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে এই নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গে (West bengal) কোনও সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর। পুরো অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। পাশাপাশি আলিপুরের পূর্বাভাস এই সপ্তাহের শেষেও দুর্যোগ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। আর এই কদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বাধিক ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।