বাংলাহান্ট ডেস্কঃ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন (Kim Jong Un)৷ উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থার খবরে এমনই দাবি করা হয়েছে ৷ কুড়ি দিন পরে এই প্রথমবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কিমকে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (Korean Central News Agency) খবর অনুযায়ী, রাজধানী পিয়ং ইয়ং-এর কাছে একটি নতুন সারর কারখানায় উপস্থিত হন কিম৷ সেই সময় কিমের সঙ্গে তাঁর বোন ইয়ো জং-ও হাজির ছিলেন৷ তবে কিমের জনসমক্ষে আসার দাবি করলেও উত্তর কোরিয়ার সংবাদসংস্থা এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করেনি৷ সংবাদসংস্থার সম্প্রচারিত খবর অনুযায়ী, কিমের এই উপস্থিতি তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় কৌতূহলের অবসান ঘটিয়েছে৷ উদ্বোধনের পর গোটা কারখানা ঘুরে দেখেন কিম৷ অনেকের সঙ্গে কথাও বলেন তিনি৷
কিমকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ”এখন কিমের অবস্থা ভালোই আছে। ও সুস্থ আছে। আমি সব জানি। কিন্তু এখন কিছু বলব না।’ গত কয়েকদিন ধরেই মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফল না হওয়ায় অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন৷ শুধু তাই নয়, তাঁর ব্রেন ডেড হয়েছে বলেও কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল৷ চিন থেকে চিকিৎসকদের একটি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে বলেও শোনা গিয়েছিল৷ তবে কিমের শারীরিক অবস্থা নিয়ে সরকারিভাবে উত্তর কোরিয়ার তরফে কিছুই জানানো হয়নি৷
উত্তর কোরিয়ার তরফে কিছু না বলা হলেও প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, কিমের কিছুই হয়নি৷ সেদেশের এক মন্ত্রীর দাবি ছিল, সম্ভবত করোনা সংক্রমণের ভয়ে নিজেকে অন্তরালে রেখেছেন কিম৷ উত্তর কোরিয়া অবশ্য দাবি করেছে, তাদের দেশে করোনা (corona) সংক্রমণের একটিও ঘটনা ঘটেনি৷