বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ভারতীয় সেনা (Indian Army) দ্বারা করোনা ভাইরাসের চিকিৎসা করা ডাক্তারদের উৎসাহ বাড়ানোর জন্য এক অতুলনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় সেনার পিআরও অমন আনন্দ (Colonel Aman Anand) বলেন, ‘ভারতীয় বায়ুসেনা আর ইন্ডিয়ান নেভির হেলিকপ্টারে করে করোনার চিকিৎসা করা হাসপাতাল গুলোর উপর থেকে যাবে আর করোনার যোদ্ধাদের উপর পুস্প বৃষ্টি করাবে।”
Nation shall witness tomorrow flypasts by fighter & transport aircraft of Indian Air Force at multiple locations. These aircraft will cover major towns starting Srinagar to Thiruvanathapuram & from Dibrugarh to Kutch: Colonel Aman Anand, PRO, Indian Army. #COVID19 pic.twitter.com/eukZp7SUHE
— ANI (@ANI) May 2, 2020
উনি বলেন, ‘গোটা দেশে রবিবার অনেক জায়গায় ভারতীয় বায়ু সেনার লড়াকু আর পরিবহণ বিমান দ্বারা করা এই ফ্লাইপাস্ট (flypasts) নজির গড়বে। এই বিমান গুলো শ্রীনগর থেকে তিরুবনন্তপুরম আর ডিব্রুগড় থেকে কচ্ছ পর্যন্ত কভার করবে।”
এর আগে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিন সেনার প্রধানদের সাথে প্রেস কনফারেন্স করে বলেন, সশস্ত্র সেনার তরফ থেকে আমরা সমস্ত করোনা ওয়ারিয়র্সদের ধন্যবাদ দিতে চাই। ডাক্তার, নার্স, স্বচ্ছতা কর্মী, পুলিশ, হোমগার্ড, ডেলিভারি বয় আর মিডিয়া মুশকিল সময়ে এগিয়ে যাওয়ার জন্য সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিপিন রাওয়াত জানান, পুলিশ স্মারকে সেনা পুলিশের সমর্থনে ৩রা মে প্যারেড করবে।
করোনা ওয়ারিয়র্সদের উৎসাহ বাড়ানোর জন্য ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বলা হয়েছে যে, মহামারীর বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্র একসাথে দাঁড়িয়ে আছে। আর এই সঙ্কট থেকে দেশকে বের করার জন্য ক্ষমতার প্রদর্শন করেছে। ভারতীয় বায়ুসেনা করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ব্যাক্ত করার জন্য তিন মে দেশজুড়ে ফ্লাইপাস্ট করবে।