লকডাউনে না খেয়ে মরার যোগাড়! রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্তি রোজগারহীন পুরোহিতদের

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দেড় মাস ধরে গোটা দেশ ব্যাপী চলছে লকডাউন। করোনার কারণে এখন রোজগারহীন রাজ্যের পুরোহিতরা। আর সেই মর্মেই সাহায্যের আর্তি তাদের। করোনাভাইরাস এবং লকডাউনের কারণে বন্ধ প্রায় সমস্ত পূজার্চনা। বিয়ে, অন্নপ্রাশন সহ সব অনুষ্ঠানই বন্ধ। আর এই দুঃসময়ে ব্যাপক বিপাকে পড়েছেন পুরোহিতরা।

lockdown 2222

সাহায্যের আর্তি জানাতে শনিবার মালবাজারের একটি কালী মন্দিরে একত্রিত হয়েছিলেন পুরোহিতেরা। সেখানে চলে অনেক আলোচনা এবং এই সমস্যা থেকে বের হওয়ার উপায়। তাদের কথা অনুযায়ী, এভাবে চলতে থাকলে না খেতে পেয়ে মরবেন তাঁরা। এলাকার পুরহিত সন্দিপ চক্রবর্তী, অরবিন্দ ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, নিত্যানন্দ শাহ’রা জানান প্রায় দেড় মাস যাবদ পুজো, বিয়ের অনুষ্ঠান বন্ধ।

আর সমস্ত অনুষ্ঠান বন্ধ হওয়ার কারণে এখন তাদের বাড়িতে বসেই দিন কাটাতে হচ্ছে। অনেকেরই পুজো আর বিয়ে করিয়েই সংসার চলে। কিন্তু এই দুর্যোগের সময় কেউ কি আর বিয়ে করবে? তাই এখন তাদের অবস্থা ভয়ঙ্কর। তাদের মুখে একটাই প্রশ্ন, কিভাবে দিন চলবে আমাদের?

পুরোহিতরা অভিযোগ করে জানিয়েছেন, ‘কোন রকম সরকারি সহায়তা দেওয়া হয়না তাদের। কবে লকডাউন উঠবে তার নিশ্চয়তা নেই।” মালবাজারের পুরোহিতরা জানাচ্ছেন, এই সমস্যার সমাধান বের করতেই আমরা এখানে আলোচনায় বসেছি। সাথে সাথে কিছু দুস্থ পুরোহিতদের নিজেরাই খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছি।

পুরোহিতরা আলোচনায় স্থির করেছেন যে, তাঁরা হকুমা শাসক, বিডিও এবং নিজ এলাকার গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দেবেন। সরকার যাতে তাদের এই করুন অবস্থা দেখতে পারে, সেইজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এখন সরকারের সহযোগিতার দিকেই চেয়ে  পুরোহিতেরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর