চরম ফাঁসলেন কালীঘাটের কাকু! প্রেসিডেন্সি জেলে বিরাট কাণ্ড ঘটাচ্ছে CBI, আজই ফাঁস হবে ‘সেই’ নাম?

বাংলা হান্ট ডেস্কঃ মিলে গিয়েছে কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট। আর তারপর থেকে বিপদ বেড়েছে নিয়োগ দুর্নীতি মামালায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকুর (Kalighater Kaku)। আদালতের অনুমতি নিয়ে দুদিন আগেই কাকুকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI)। সপ্তাহের শুরুতেই ফের একবার তদন্তকারীদের জেরার মুখে ‘কালীঘাটের কাকু’।

সূত্রের খবর, এদিন সকালে সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে সেখানে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার সূত্রেই তাকে এদিন ফের জেরা করা হবে বলে জানিয়েছে সিবিআই। এর আগে শনিবার ‘কাকু’র পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় এজেন্সি জেরা করে।

জানা গিয়েছিল, জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই সুজয়কৃষ্ণ, অয়ন শীল ও শান্তনুকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, আগেই জেরায় অয়ন শীল জানিয়েছিলেন, কুন্তল ঘোষের নির্দেশেই পার্থ ঘনিষ্ঠ সন্তু বন্দ্যোপাধ্যায়কে ২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। এই বিপুল পরিমান এই টাকা কোথায় গেল সেই বিষয়েই শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা যায়।

kaku 3

আরও পড়ুন: বিপাকে অভিষেক! নেতার বিরুদ্ধে মামলার আর্জি শুনেই প্রধান বিচারপতি বললেন…

ওদিকে দীর্ঘ টালবাহানার পর কাকুর কণ্ঠের নমুনা হাতে পায় ইডি। বুধবার সেই কণ্ঠ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাই কোর্টে ফরেন্সিক রিপোর্ট জমা দেয় ইডি। আদালতে ইডি জানায় যে, এ ব্যাপারে তাদের সন্দেহ মিলে গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর