শুরু হওয়ার আগেই এক বছরের জন্য পিছিয়ে গেল ‘একশো বলের ক্রিকেট’

টেস্ট, ওয়ানডে, টিটোয়েন্টির পর এবার শুরু হতে চলেছিল একশো বলের ক্রিকেট। এই মুহূর্তে সকলেরই ব্যস্ত জীবন, আর এই ব্যস্ত জীবনে ক্রিকেট ভক্তরা টেস্ট, ওয়ানডের থেকে টি-টোয়েন্টি ম্যাচ দেখতেই বেশি ভালবাসেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তায় কোপ বসাতে এবার একশো বলের ক্রিকেট ম্যাচ করার চিন্তাভাবনা করা হয়েছিল। এমন চিন্তা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এক বছর পিছিয়ে দেওয়া হল। আগামী 17 ই জুলাই থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে এই টুর্নামেন্ট এক বছর পিছিয়ে গেল।

পুরুষ ও নারী দু’ভাগে ভাগ হয়ে মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে আপাতত করোনা ভাইরাসের কারণে এই বছর হচ্ছে না এই 100 বলের টুর্নামেন্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বজুড়ে করোনা মহামারি আকার ধারণ করেছে। দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আর সেই কথা মাথায় রেখে ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করে আপাতত এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে এই 100 বলের ক্রিকেট। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পরের বছর এই টুর্নামেন্ট করার ভাবনা চিন্তা করা হচ্ছে।

1335648248f8afdc2cdbd8dd2cabc5a82937b30d9fa6e917918168fecc66b079bf332a2ed

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1 লা জুলাই পর্যন্ত ইংল্যান্ডে কোনো প্রকার ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টে ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।

Udayan Biswas

সম্পর্কিত খবর