ভারতীয় পেসার মহম্মদ সামির আগুনে বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট মাঠে বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন সেটা কারুর অজানা নেই। কিন্তু তার জীবনেও রয়েছে অন্ধকার। জীবনের অনেকটা সময় তিনি অন্ধকারের মধ্যে দিয়ে কাটিয়েছেন। শনিবার তার সতীর্থ রোহিত শর্মার সাথে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এসে সামি জানালেন তিনি তিনবার আত্মহত্যা করতে গিয়েছিলেন।
মহম্মদ সামি জানালেন 2015 বিশ্বকাপে আমি গুরুত্বর চোট পেয়েছিলাম সেই চোট সারাতে আমার প্রায় 18 মাস সময় লেগে যায়। সেই সময়টা তিনি খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন। সামি জানিয়েছেন সেটাই ছিল তার জীবনের অন্যতম কষ্টের সময়। তারপর তিনি ফের ক্রিকেটে ফিরে এসেছেন, সামি জানিয়েছেন সেই সময় আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি আর ক্রিকেটে ফিরে আসতে পারতাম না।
সামি জানিয়েছেন কঠোর অনুশীলন করে তিনি যখন 2018 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই সময়ে তার স্ত্রীর সাথে বিবাদ শুরু হয়। সেই বিবাদ পৌঁছে যায় আদালত, থানা-পুলিশ পর্যন্ত। সামি জানালেন সেই সময় 24 ঘন্টা আমার পরিবারের কেউ নাই আমার সাথে থাকতো। আমাকে একটা সময়ও একা ছাড়তো না, কারণ তখন আমি মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছিলাম। এর জন্য সামি নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।