“নিকের আগেই ২০১৪ তে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেছিলাম আমি” বিস্ফোরক দাবি এক ব্যক্তির

বাংলাহান্ট ডেস্ক: নিক জোনাসের (nick jonas) সঙ্গে বিয়েটা প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) দ্বিতীয় বিয়ে। এর আগেই অন‍্য একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব‍্য করেন এক ব‍্যক্তি। নিকের আগে তাঁর সঙ্গেই অভিনেত্রীর বিয়ে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

priyanka chopra wedding
বিষয়টা একটু খুলেই বলা যাক তাহলে। ওই ব‍্যক্তির নাম ব্র‍্যান্ডন স্কুসটার। টুইটারে মডেল ক্রিসি টাইগেনের পোস্টের উত্তরে এই মন্তব‍্য করেন তিনি। ক্রিসির পোস্টে লেখা ছিল, কখনও জীবনে এমন মুহূর্ত এসেছে কি না যখন কিছু সময়ের জন‍্য বিখ‍্যাত হয়ে গিয়েছেন। এই পোস্টের কমেন্টেই ওই ব‍্যক্তি জানান নিকের আগেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর বিয়ে হয়।
ওই ব‍্যক্তি টুইটে লেখেন, ‘২০১৪তে প্রিয়াঙ্কার সঙ্গে আমার ‘বিয়ে’ হয়। একটি গ্রিন কার্পেট ইভেন্টে তাঁকে স্বাগত জানানোর সময় দুটো ফুলের মালা প্রিয়াঙ্কার গলায় পরিয়ে দিই আমি। আমি জানতাম না ভারতীয় সংস্কৃতিতে এর অর্থ বিয়ে বোঝায়। ভারতীয় সংবাদমাধ‍্যম বিষয়টা নিয়ে খুবই উত্তেজিত ছিল। আমি পরের দিন বেশ কয়েকটা এক্সক্লুসিভ সাক্ষাৎকারও দিয়েছিলাম।’

এই টুইট এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। বিষয়টা নিয়ে বেশ জলঘোলাও হয়। ওই ব‍্যক্তি শেষে লিখিত বিবৃতি দেন যে এটা পুরোটাই মজার ছলে বলেছেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে আদৌ বিয়ে হয়নি তাঁর। তবে প্রিয়াঙ্কা বা নিক কাউকেই এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু নেটিজেনরা বেশ মজা পেয়েছেন এই ঘটনায়।

প্রসঙ্গত, ২০১৮ তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে বয়সে ছোট নিককে বিয়ে করায় বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এমনকি এখনও তাঁদের নিয়ে ট্রোল অব্যাহত রয়েছে। তবে সেসবকে কোনও কোনওদিনই পাত্তা দেননি অভিনেত্রী। একে অপরের সঙ্গে দিব্যি সুখেই রয়েছেন। সংসারও করছেন চুটিয়ে। পাশাপাশি স্বামীর গানের ভিডিওতে অভিনয়ও করছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর