দীর্ঘ যাত্রাপথ ম্যারাথন বাস জার্নির পর অবশেষে রাজধানী দিল্লিতে পৌঁছালেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ব্রিগেড। সোমবার বিকেলেই রাজধানী দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন কিবু ভিকুনা, জোসেবা বেইটিয়ারা।
দিল্লি পৌঁছানোর পর বেইটিয়া, গঞ্জালেসরা বিমানবন্দরের সামনে একটি হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য ওঠেন। সেখানেই স্প্যানিশ ফুটবলার সহ কোচ, সাপোটিং স্টাফ সকলের বিশ্রাম নেন। আজ ভোরে স্পেনের দূতাবাসের ব্যবস্থা করে দেওয়া বিশেষ বিমানে নেদারল্যান্ড উড়ে গিয়েছেন সকলে। প্রথমে আমস্টারডাম যাবেন, তারপর সেখান থেকে ফুটবলার এবং কোচরা যে যার নিজের নিজের শহরে পৌঁছে যাবেন।
নিউটাউনে আবাসন থেকে ফুটবলারদের নিয়ে এই বিশেষ বাসটি ছেড়েছিল রবিবার সকালে। তারপর আসানসোলের পথ হয়ে ঝাড়খন্ড, বিহার, বেনারস, আগ্রা পেরিয়ে অবশেষে সোমবার বিকেল বেলায় বাসটি পৌঁছায় রাজধানীতে। দীর্ঘ বাস যাত্রার যে ধকল সেটা সকলের চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তবে লকডাউনের মধ্যেও ফুটবলাররা যে বাড়ি ফিরতে পারছেন সেই আনন্দে তাদের শরীরে ধকলের কোনো ছাপ পাওয়া যায়নি।