বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে এলো তৃণমূলের (All India Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার গোষ্ঠীদ্বন্দ্বের প্রধান কারণ হল করোনার ত্রাণ। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আগ্নিগর্ভ কামারহাটি। প্রাপ্ত খবর অনুযায়ী, কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে করোনার ত্রাণ নিয়ে দ্বন্দ্ব বাঁধে।
সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কাউন্সিলর রূপালী সরকারের সাথে তৃণমূলেরই আরেকটি গোষ্ঠীর সাথে তুমুল বাগবিতণ্ডা বেঁধে যায় করোনার ত্রাণ বিলি নিয়ে। কাউন্সিলরের সামনেই তৃণমূলের আরেক গোষ্ঠীর কর্মীকে রড আর বাঁশ দিয়ে মারধর করা হয়ে বলে অভিযোগ।
রুপালী সরকারের বিরোধী গোষ্ঠীর ওই যুবককে গুরুতর আহর অবস্থায় এসএসকেএমে ভর্তি করানো হয়েছে বলে খবর। এরপর তৃণমূলের অপর গোষ্ঠীর ক্ষুব্ধ কর্মীরা তৃণমূল কাউন্সিলর রুপালী সরকারের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।
এই ঘটনার পর গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আপাতত পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।