বাংলাহান্ট ডেস্কঃ অবাক করা ভূতুড়ে ঘটনা! অ্যাকাউন্টে ঢুকছে টাকা। কারো অ্যাকায়ন্টে ঢুকছে হাজার টাকা আবার কেউ কেউ তো লক্ষ টাকাও পাচ্ছেন। গত মাসখানেক ধরে নাকি এমনভাবেই বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। এভাবে যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেউ কাউকে জানায়নি। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। আর তা প্রকাশ্যে আসতেই হৈচৈ বেঁধে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের পুঁটিমারি ফুলেশ্বরী (Fuleshwari) এলাকার শালবাড়ি (Shalbari) গ্রামে।
উত্তরের এক সংবাদমাধ্যম জানাচ্ছে, এভাবে মাসের পর মাস টাকা অ্যাকাউন্টে ঢুকলেও কেউ কোনও মন্তব্য করেননি। যাতে কেউ টাকা নিয়ে নেয়। কিন্তু বিষয়টি সামনে আসতেই অনেকেই ভয় পেয়ে গিয়েছে। বিষয়টি স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত। ওই সংবাদমাধ্যমকে কোচবিহার-১এর বিডিও গঙ্গা ছেত্রী বলেন, এই বিষয়ে এখনও পর্যন্ত আমার কাছে তথ্য নেই। তবে জিরো ব্যালেন্সের অ্যাকউন্টে এত টাকা ঢোকা সম্ভব নয়। আমি বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।
উত্তরের সর্বাধিক ওই সংবাদমাধ্যম জানাচ্ছে, গত কয়েকমাস আগে বেশ কয়েকজন ব্যাংকের কর্মী ওই এলাকায় আসেন। শতাধিক ব্যক্তির অ্যাকাউন্ট খুলে দিয়ে যায়। জানা যাচ্ছে, জিরো ব্যালেন্সের সেই অ্যাকাউন্টগুলিতেই দেদারে টাকা ঢুকছে। এঁদের মধ্যে অনেকেই তড়িঘড়ি গ্রাহক সেবাকেন্দ্রের মাধ্যমে টাকা তুলে নিয়েছেন। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কেউ মুখ খুলছেন না।
স্থানীয় একটি গ্রাহক সেবাকেন্দ্র সূত্রে খবর, এলাকার এক ব্যক্তির অ্যাকাউন্টে মার্চ মাস থেকে দফায় দফায় ৮০ হাজার ১৫৩ টাকা, ৮২ হাজার ১১৬ টাকা ও ২ হাজার ৫০০ টাকা ঢুকেছে। যা ইতিমধ্যে তুলে নিয়েছেন ওই ব্যক্তি, এমনটাই জানাচ্ছে সংবাদমাধ্যম।
শুধু উনিই নয়, অনেকের অ্যাকাউন্টেই এমন করে বিশাল অংকের টাকা ঢুকছে বলে জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। স্থানীয় এক পঞ্চায়েত সদস্য ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এলাকার বেশ কয়েকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর তা বিশাল অঙ্কের। কীভাবে সেই টাকা এল তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।