বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) জনমুখি প্রকল্পের মধ্যে একটি প্রচেষ্টা প্রকল্পের (Prochesta Prokolpo) ফর্ম জমা নেওয়া শুরু হল অনলাইনে। লকডাউনের মধ্যে কাজহারাদের সামান্য কিছু সাহায্যের জন্যই এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হলেও, শেষে কিছু কারণ দেখিয়ে এই প্রকল্প স্থগিত করা হয়েছিল।। কিন্তু আবারও এই প্রকল্পের আবেদন জমা নেওয়া শুরু হল।
পশ্চিমঙ্গের শ্রম মন্ত্রী মলয় ঘটক একটি ডাইডলাইন জারি করে এই প্রকল্পের আবারও শুরু করেছেন। তিনি একটি সংশ্লিষ্ট গাইডলাইন জারি করে অনলাইনে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারবেন সেটা জানিয়েছেন। ওই গাইডলাইনে কোথা থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন, আর কিভাবে আবেদন জানাবেন সেসব লেখা আছে।
তবে অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। কারণ এখনো পর্যন্ত রাজ্য সরকারের এই প্রকল্পের অ্যাপ গুগল প্লে স্টোরে নেই। অনেকেই প্লে স্টোরে বারবার খুঁজেও এই অ্যাপ পাননি। আবার অনেকেই আছে যারা স্মার্টফোন ব্যবহার করতে জানেন না, আবার স্মার্টফোন নেইও। তাদের ক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা নেওয়া নিয়ে সংশয় দেখা গেছে।
আপনাদের জানিয়ে দিই, এই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করলে রাজ্য সরকারের তরফ থেকে আগামী তিনমাস আপনাকে মাসে এক হাজার করে টাকা দেওয়া হবে। গত মাসের ২৭ এপ্রিল এই প্রকল্পের জন্য ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় জমান জনতা। কিন্তু এত ভিড় হওয়ার পর অফলাইনে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। অবশেষে এই প্রকল্পের জন্য অনলাইন অ্যাপ বের করে রাজ্য সরকার।
কোথায় পাবেন এই অ্যাপ? রাজ্য সরকারের তরফ থেকে জারি ওয়েবসাইটেই এই অ্যাপ পাওয়া যাবে। এছাড়া আপাতত গুগল প্লে স্টোরে এই অ্যাপ নেই। তাই রাজ্য সরকারের দেওয়া ওই সাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়মাবলী পালন করে নাম নথিভুক্ত করতে হবে।
প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ ডাউনলোড করার লিংকঃ http://prachestawb.in