লকডাউনের দিনে বিশেষ ভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থককে সাহায্য করলেন মোহনবাগান কর্তা।

করোনা ভাইরাসের কারনে অর্থাৎ দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে দীর্ঘদিনের লকডাউন চলছে। আর এই লকডাউনের মধ্যে সবচেয়ে বেশী সমস্যায় পড়তে হয়েছে দেশের খেটে খাওয়া গরিব মানুষদের। দীর্ঘদিন ধরে লকডাউন চলার কারনে দৈনন্দিন খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে অনেক মানুষকে।

এই অবস্থায় বিশেষ ভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থক কে সাহায্য করতে এগিয়ে এল বাগুইহাটি বইমেলা কমিটি। কমলেশ উপাধ্যায় হচ্ছেন এক অতি পরিচিত মোহনবাগান সমর্থক। মোহনবাগানের খেলা থাকলেই ময়দানে হাজির হন তিনি। কিন্তু দেশজুড়ে দীর্ঘ দিনের লকডাউন চলার কারণে মোহনবাগানের এই সমর্থক বেশ অসুবিধার মধ্যে দিয়েই দিন যাপন করছিলেন।

573982025666c10383b69790c302b8b0380933b27cfb3dc36a993563aa60ba667e04d0f2

কমলেশ উপাধ্যায় তার এই কষ্টের সময় তিনি পাশে পেয়ে গেলেন বাগুইহাটি বইমেলা কমিটিকে। তিনি যখন কষ্টের মধ্যে কার্যত না খেয়ে দিন কাটাচ্ছেন সেই সময় বাগুইআটি বইমেলা কমিটির তরফ থেকে তাকে খাদ্য সামগ্রী তুলে দিলেন মোহনবাগান ফুটবল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সোমেশ্বর বাগুই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর