বাংলা হান্ট ডেস্কঃ ভোপাল সেন্ট্রাল জেলে (Bhopal Central Jail) হিন্দু কয়দিরা মুসলিম কয়দিদের প্রতি সম্প্রীতির নজির গড়ল। রমজানের পবিত্র মাসে জেলা বন্দি থাকা ১৫০ হিদু কয়দি মুসলিম কয়দিদের জন্য মাঝরাতে উঠে সেহরি তৈরি করল। শুধু তাই নয়, ইফতারির খাবারও হিন্দু কয়দিরাই বানাল। ভোপাল সেন্ট্রাল জেলে প্রায় ৩ হাজার কয়দি বন্দি আছে। মোট কয়দিদের মধ্যে ৫০০ জন মুসলিম। এই মুসলিম কয়দিরা রমজান মাসে রোজা রেখেছে।
লকডাউনের আগে জেল প্রশাসন ছাড়া বাইরের সংস্থা গুলো ইফতার আর খাবারের ব্যবস্থা করত। কিন্তু লকডাউনের কারণে সেটা হচ্ছে না। আর এই অবস্থায় জেল প্রশাসন কয়দিদের খুব ভালো মতো খেয়াল রাখছে। ওই মুসলিম কয়দিদের জন্য রাত ৩টের সময় উঠে ১৫০ হিন্দু কয়দি খাবার তৈরি করে।
এর সাথে সাথে বিকেলে ইফতারও এই হিন্দু কয়দিরাই আয়োজন করে। ইফতারে মুসলিম কয়দিদের তরমুজ, মৌসম্বি লেবু, খেজুর আর দুধ দেওয়া হয়। এছাড়াও খাবার বানানো আর নামাজ পড়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। মুসলিম কয়দিদের খাবারে ভাত, ডাল, সবজি আর রুটি দেওয়া হয়।
সিমি কয়দি বাদে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে জেলের মধ্যে থাকা সমস্ত কয়দিই নামাজ প্রতে পারে। জেল সুপার দীনেশ নরগাবে বলেন, রোজার সময় মুসলিম কয়দিদের যাতে কোনরকম সমস্যা না হয়, সেই জন্য সবকিছুর ব্যবস্থা করা হয়। এর সাথে সাথে জেলে মুসলিম কয়দিদের সাথে কথা বলে তাদের সুবিধা মতো সমস্য জিনিষ উপলব্ধ করানো হয়।
সেন্ট্রাল জেলে ২৯ জন সিমির জঙ্গি আটক আছে। তাঁরাও রোজা রেখেছে। জেল প্রশাসন তাদের জন্যঅ ব্যবস্থা করে দিয়েছে। জেলের আধিকারিকরা জানান, সুরক্ষা কারণে সিমি কয়দিদের ব্যারাকেই সমস্তরকম সুবিধা উপলব্ধ করানো হয়। তাদের বাকি মুসলিম কয়দিদের মতো সুবিধা দেওয়া হয়। কোনরকম বৈষম্য জেলের মধ্যে চলেনা। জেলের ম্যানুয়াল হিসেবেই সমস্ত সামগ্রী কয়দিদের দেওয়া হয়। রমজান মাসে সমস্ত মুসলিম কয়দিদের সবরকম খেয়াল রাখা হয়।