স্বস্তির খবর! ভারতে প্রতি ৩ জনের মধ্যে ১ জন করোনা রোগী হয়ে উঠছেন সুস্থ, রিকভারি রেট বেড়ে হয়েছে ২৯.৩৬%

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে (India) করোনার ভাইরাসের মামলা বিগত কয়েকদিন ধরে বেড়েই চলেছে। এখনো পর্যন্ত দেশে করোনার মোট ৫৬ হাজার ৩৪২ টি মামলা সামনে এসেছে। এর সাথে সাথে দেশে এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৬ জনের। যদিও স্বস্তির খবর হল, দেশে ৩ জন রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে উঠছেন।

এখনো পর্যন্ত দেশে ১৬ হাজার ৫৪০ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আর সুস্থ হওয়ার দর বেড়ে ২৯.৩৬ শতাংশ হয়ে গেছে।

দেশে বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের মোট ৩ হাজার ৩৯০ টি মামলা সামনে এসেছে। আর ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এই সময়ে গোটা ভারতে ৩৭ হাজার ৯১৬ টি মামলা সক্রিয় আছে।

গোটা ভারতের ২১৬ জেলা থেকে কোন মামলা সামনে আসেনি। ৪২ জেলায় ২৮ দিনে করোনার সংক্রমণের কোন নতুন মামলা সামনে আসেনি। ২৯ জেলা এমন আছে, যেখানে ২১ দিন ধরে করোনার কোন নতুন মামলা সামনে আসেনি। আর ৪৬ টি জেলায় বিগত ৭ দিন ধরে কোন নতুন মামলা সামনে আসেনি।

X