বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় বৃষ্টি যেন শেষ হবার নাম নিচ্ছে না। কত কয়েক সপ্তাহ ধরে একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এর কারনে স্বাভাবিকের থেকে অনেকটাই কম তাপমাত্রা। প্রায় নিয়ম করেই প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে বৃষ্টি ও ঝড়। এমত পরিস্থিতি আবহাওয়া দপ্তরও সঠিক ভাবে জানাতে পারছে না কবে বদলাবে এই পরিস্থিতি।
এই মুহুর্তে বাংলার একদিকে যেমন পশ্চিমী ঝঞ্ঝা, অন্য দুই দিকে দুটি ঘূর্ণাবর্ত। এই ত্রিমুখী আক্রমনেই রাজ্যে আগামী বেশ কয়েকদিন বাংলার বিভিন্ন অংশে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সকাল থেকে মেঘ মুক্ত উজ্জ্বল আকাশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, কিছুক্ষণের মধ্যে কালবৈশাখীর আভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুত সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।
কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা
মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার উত্ত্রবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা কম থাকলেও, রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে। বজ্রগর্ভে মেঘ থেকে হতে পারে এই ঝড়-বৃষ্টি।