সুখবরঃ ভারতের আরেকটি রাজ্য হল করোনা মুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২০ টি নতুন মামলা সামনে এসেছে। আর ৯৫ জনের মৃত্যু হয়েছে।

china wuhan zhongnan hospital coronavirus patient hpMain 20200129

এরপর গোটা দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২ হয়ে গেছে। মোট মামলার মধ্যে ৩৯ হাজার ৩৮৪ টি মামলা সক্রিয়। গোটা দেশে ১৭ হাজার ৮৪৭ জন করোনায় আক্রান্ত রোগী এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গোটা ভারতে এখনো পর্যন্ত ১ হাজার ৯৮১ জনের মৃত্যু হয়েছে।

আরেকদিকে এই করোনার সঙ্কটের মধ্যে সুখবর পাওয়া যাচ্ছে। দেশের আরেকটি রাজ্য এবার করোনা মুক্ত হল। মিজোরামের (Mizoram) হাসপাতাল থেকে এক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ। যদিও করোনা পূর্বাঞ্চলের এই রাজ্যে প্রভাব সৃষ্টি করে পারেনি। গোটা রাজ্যে মাত্র একজনই এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর তিনিও এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

এর আগে আন্দামান নিকোবর, অরুণাচল, গোয়া, মণিপুর, আর ত্রিপুরা করোনা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা হয়েছিল। যদিও ত্রিপুরাতে আবারও মাথাচাড়া দিয়েছে করোনা। গোটা রাজ্যে এবার করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ১১৮ হয়ে গেছে। এর মধ্যে ১১৬ টি মামলা সক্রিয় আর দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ত্রিপুরায় পাওয়া এই নতুন মামলা গুলো বেশিরভাগই সেনার জওয়ানদের মধ্যে ধরা পড়ছে। আর এই নিয়ে চিন্তায় রয়েছে গোটা প্রশাসন।


Koushik Dutta

সম্পর্কিত খবর