মাসিক বেতন ৩০ হাজারের নীচে? আপনার জন্য এই সুবিধা আনছে মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) করোনা ভাইরাস সংক্রমণ এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ( modi government) । করোনা পরিস্থিতির মধ্যেই মধ্যবিত্তের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ঘোষনা করল, এবার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত যারা মাসিক বেতন পান তারাও ই এস আই এর অন্তর্ভুক্ত হবেন।

pm modi jpg 710x400xt 2

আগে ২১ হাজার টাকার কমে বেতনভোগীরা এই সুবিধা পেতেন। এবার করোনা পরিস্থিতিতে এই সীমা ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকারের শ্রম মন্ত্রক।

প্রসঙ্গত, ২০১৬ সাল পর্যন্ত ১৫ হাজার টাকার নীচের চাকুরীজীবিরা এই সুবিধা পেতেন। ২০১৭ সালে সমস্ত দিক বিবেচনা করে এই সীমা ২১ হাজার করা হয়। এবার তা বেড়ে ৩০ হাজার হওয়াতে করোনার এই সংকটময় পরিস্থিতিতে বেশ খানিকটা স্বস্তি পাবে মধ্যবিত্ত চাকুরিজীবি পরিবারগুলি।

কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি বহুমাত্রিক সামাজিক ব্যবস্থা যা শ্রমিক জনসংখ্যা এবং এই প্রকল্পের আওতাভুক্ত আশ্রিত পরিবার বা পরিবারকে আর্থ-সামাজিক সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে to স্ব এবং নির্ভরশীলদের জন্য সম্পূর্ণ চিকিত্সা যত্ন ছাড়াও, এটি বীমাযোগ্য কর্মসংস্থানের প্রথম দিন থেকেই গ্রহণযোগ্য, বীমাকৃত ব্যক্তিরা অসুস্থতা, অস্থায়ী বা স্থায়ী অক্ষম ইত্যাদির কারণে শারীরিক সমস্যায় বিভিন্ন ক্ষেত্রে কেস বেনিফিট পাওয়ার অধিকারীও হন।


সম্পর্কিত খবর