‘নির্লজ্জতার সীমা ছাড়াচ্ছে বিজেপি’, টুইটে তোপ দাগলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান

বাংলাহান্ট ডেস্ক: মাত্র এক বছর হয়েছে রাজনীতিতে পা রেখেছেন অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। এর মধ‍্যেই নিজের অভিনয় কেরিয়ার সামলে রাজনৈতিক কলাকৌশলও শিখছেন তিনি। আর সুযোগ পেলেই একের পর এক টুইটবাণ ছুঁড়ছেন বিজেপির (bjp) দিকে। তৃণমূলের (tmc) অভিযোগ, বর্তমানে গোটা দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ‍্যেও ‘নোংরা’ রাজনীতি চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় শাসক দল। অপপ্রচার করে চলেছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে। বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধেই এবার সরব হয়েছেন নুসরত।

nusrat jahan 007
দুটো টুইটের মাধ‍্যমে বিজেপিকে সওয়াল করেছেন সাংসদ অভিনেত্রী। একটি টুইটে সুরাটের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব‍্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নুসরত। তিনি লিখেছেন, ‘বিজেপি কর্মকর্তারা প্রতিদিনই নির্লজ্জতার দৃষ্টান্ত স্থাপন করছেন। পরিযায়ী শ্রমিকদের মাইলের পর মাইল হাঁটানো, তাদের ওপর কীটনাশক স্প্রে করা, শৌচাগারে কোয়ারেন্টাইন করে রাখা। তাদের দুর্দশার কোনও সীমা পরিসীমা থাকছে না।’

অপর টুইটে মোদীর নিজের জন্মভূমি গুজরাটের ভাডনগর গ্রামের সরকারি হাসপাতালের চিত্র তুলে ধরেছেন অভিনেত্রী। পিপিই কিট না পাওয়ায় সেখানকার প‍্যারামেডিক‍্যাল স্টাফ, নার্সরা অবস্থান বিক্ষোভ করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অমিত মালব‍্য, বাবুল সুপ্রিয়র দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন  নুসরত যে, মোদীর নিজের গ্রামে চিকিৎসকরা প্রয়োজনীয় সামগ্রী কবে পাবে।

সম্প্রতি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব‍্যর দিকে তোপ দেগেছিলেন নুসরত জাহান। বাংলায় করোনার কেস নিয়ে মিথ‍্যে রটনা রটাচ্ছেন অমিত মালব‍্য, এমনটাই দাবি করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর নিজের পার্টি বিজেপির সদ‍স‍্যরাই তাঁর বক্তব‍্যকে স্বীকার করেন না, নিজেকে হাসির পাত্রে পরিণত করেছেন, এভাবেই বিজেপির আইটি সেলের প্রধানকে তীব্র কটাক্ষ করেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তাঁকে ‘ট্রোল ইন চিফ’ আখ‍্যাও দেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর