বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনায় আক্রান্তদের সংখ্যা ৬৭ হাজার পার করেছে। করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ১৫২ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ হাজার ২১৩ টি নতুন মামলা সামনে এসেছে, এটা এখনো পর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশে ২০ হাজার ৯১৬ জন এই মহামারীকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল এই তথ্য দেন।
The total number of recoveries is 20917, 44029 people are under active medical supervision. In last 24 hours, there were 4213 new cases & 1559 recoveries. Recovery rate is now at 31.15%. Total number of cases is at 67,152: Lav Agarwal, Joint Secretary of Health Ministry #COVID19 pic.twitter.com/cVWiV9fOvn
— ANI (@ANI) May 11, 2020
লব আগরবাল বলেন, ‘৮ মে-তে সংশোধিত ডিসচার্জ পলিসির ঘোষণা করা হয়েছিল। ডিসচার্জের আগে পরীক্ষার দরকার নেই। ডিসচার্জের পর ৭ দিনের জন্য আইসোলেশনে থাকা জরুরী। এই ডিসচার্জ পলিসি অনেক দেশেই দেখা গেছে। স্টাডির ভিত্তিতে বদল আনা হয়েছে। এনআইবি পুনেতে কোভিড কবচ ডেভলপ করা হয়েছে যেটা অ্যান্টিবডি টেস্টিং কিট।”
আরেকদিকে, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সংযুক্ত সচিব সলিলা শ্রীবাস্তব বলেন, ২৩ টি বিমানের মাধ্যমে বন্দে ভারত মিশনে চার হাজার ভারতীয়কে বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। ক্যাবিনেট সচিব সমস্ত মুখ সচিবদের সাথে গতকাল বৈঠক করেছিলেন, সেখানে শ্রমিকদের নিয়েও চর্চা হয়/
ওই বৈঠকে বলা হয়েছে যে, শ্রমিকেরা যেন ট্রেনের লাইন না ব্যবহার করে। রেলওয়ে ১২ মে থেকে নিয়ম মাফিক ট্রেন চালানো শুরু করছে। কনফার্ম টিকিট কেটেই যাত্রী প্ল্যাটফর্মে ঢুকতে পারবে। ই-টিকিট থাকলে কোন পাশের দরকার নেই।