বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India), জাপানের (Japan) উপর হামলা করার পর চীনের (China) উপর কড়া প্রতিক্রিয়া জানাল জাপান। এই কড়া জবাবের পাল্টা জবাব দিতে এখন চীন নাজেহাল।
জাপানের উপর চীনের হামলা
সম্প্রতি জাপানের সেনকাকু আইল্যাণ্ডে হামলা চালায় চীন। এই আইল্যান্ড জাপানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চল থেকে জাপানের কোয়ার্ড বাহিনীর নৌসেনা সমগ্র চীনের ৫০ শতাংশ জনবসতির ৭০ শতাংশ বড় শহরকে নিশানা বানাতে পারে। এই অঞ্চলকে চীন সবসময় নিজের দখলে আনতে চায়। কিন্তু জাপান সরকার তাতে বাঁধা দেয়। এমনকি ভারত- জাপানের নৌবাহিনির প্রশিক্ষণও এখানেই দেওয়া হয়।
জাপান সরকারের নির্দেশ চীন থেকে ৪০০ জাপানের কোম্পানী বেরিয়ে আসছে
চীন- জাপানের ভবিষ্যতের যুদ্ধে এই অঞ্চল থেকেই জাপানের জয় আসার সম্ভাবনাও রয়েছে। সেই কারণে জাপান সরকার কখনই এই অঞ্চলে চীনের দখলদারী মেনে নেয় না। এই অঞ্চলে চীনের হামলা চালানোর পরিপ্রেক্ষিতে চীন থেকে জাপানের প্রায় ৪০০ কোম্পানী শীঘ্রই বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে জাপান সরকার।
চীনের বিরাট সংখ্যক মানুষ কর্মহীন হওয়ার মুখে
জাপান সরকারের এই পদক্ষেপের উপর ভিত্তি করে আগামী ১৫ দিনের মধ্যে সরাসরি প্রায় ১০ লক্ষ মানুষজন বেরোজগার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি আরও প্রায় ১৫ লক্ষ মানুষও কর্মহীন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
লাভবান হতে পারে ভারত
চীন থেকে জাপানী কোম্পানী বেরিয়ে আসায় লাভবান হতে পারে ভারত। জাপানের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্কের জেরে ভারত সরকার এই সুবিধার ওঠাতে পারে বলেও মনে করা হচ্ছে। আবার করোনা ভাইরাসের (COVID-19) জেরে চীন থেকে বহু বিদেশি কোম্পানী ইতিমধ্যেই বেরিয়ে এসেছে। এর পরিপ্রেক্ষিতে চীন ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।