ওড়িশার এক লেডি কনস্টেবলের মানবিকতার প্রশংসা করলেন সেলুলয়েড তারকা চিরঞ্জীবী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মোকাবিলায় ওড়িশার (Odisha) এক মহিলা কন্সটেবলের কাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)। ওই মহিলা কন্সটেবলের সহমর্মিতার ভিডিও পোস্ট করলেন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে। এমনকি ভিডিও কল করেও ধন্যবাদ জানালেন ওই লেডি কনস্টেবলকে।

police 333 1

 

করোনা যুদ্ধে পুলিশের ভূমিকা
চিকিৎসকদের পাশাপাশি সমস্ত পুলিশকর্মীরাও করোনা যোদ্ধা হিসাবে অবিরত নিজেদের কাজ করে চলেছে। কখনও লকডাউন উপেক্ষা করে যেসকল মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ছে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। তো আবার কোথাও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিচ্ছে বিভিন্ন আধুনিক পন্থা। এই কাজ করতে গিয়ে কোথাও আবার সমালোচনা, এমনকি মারও জুটেছে পুলিশের কপালে।

রাস্তার মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে লেডি কনস্টেবল শুভশ্রী
এসবের মধ্যেও বিভিন্ন এলাকার পুলিশ কর্মীরা তাঁদের যথাসাধ্য মত সাহায্য করে চলেছে সাধারণ মানুষদেরকে। কখনও খাবার দিয়ে, কখনও জল দিয়ে তো আবার কখনও সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিধিনিষেধ ব্যক্ত করে। এরই মধ্যে ওড়িশার মালকানগিরি থানার এক মহিলা আধিকারিক শুভশ্রীকে দেখা গেল রাস্তায় বসে থাকা এক বৃদ্ধার মুখে খাবার তুলে দিতে। তাঁর এই মর্মস্পর্শী ছবি সম্প্রতি উঠে এসেছে স্যোশাল মিডিয়ায়।

শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সেলুলয়েড তারকা চিরঞ্জীবী
করোনা ভাইরাসের (COVID-19) কারণে জারী হওয়া লকডাউনের প্রথম পর্ব থেকেই এরকমই দুঃস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুভশ্রী। মাস্ক বিলি করা, তাঁদের এই মারণ ভাইরাসের সম্পর্কে বুঝিয়ে বলা ইত্যাদি। কিন্তু এবার তাঁর এক বৃদ্ধা মহিলার মুখে খাবার তুলে দেওয়ার ছবি দেখে আবেগঘন হয়ে পড়লেন সেলুলয়েড তারকা চিরঞ্জীবী। শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাঁকে দিলেন অনেক অনেক ধ্যনবাদ।

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে গত মাদার্স ডে উপলক্ষে ওই ভিডিওটি পোস্ট করে লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিনতম পরিস্থিতিতেও মায়ের মমতায় কখনই লকডাউন হয় না। আমি বিশ্বের সব মায়েদের জানাই প্রণাম এবং শ্রদ্ধা’। এখানেই থামেননি তিনি। পরবর্তীতে ভিডিও কল করে শুভশ্রীর এই কাজের জন্য তাঁকে অনেক ধন্যবাদও জানান তিনি।

শুভশ্রী ছাড়াও আরও অনেক মহিলা ইন্সপেক্টর করে চলেছেন তাঁদের কাজ
শুভশ্রীর কাজে আনন্দিত হয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকও অফিশিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকে শুভশ্রীকে অভিনন্দন জানান। শুধু মাত্র শুভশ্রীই নয় ওড়িশার বিভিন্ন মহিলা ইন্সপেক্টররাও প্রতিনিয়ত তাঁদের কাজ করে চলেছে। এই তালিকায় রয়েছে সাব-ইন্সপেক্টর বর্ষা মোহান্তি, দেওগড় জেলার কনস্টেবল সংযুক্ত পাত্র প্রমুখরাও।

Smita Hari

সম্পর্কিত খবর