রাহুল গান্ধীর বিয়ের খরচ দেবে BJYM, ২১ হাজার টাকা দেবে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে গোটা দেশে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি আছে। আর সেই কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেনের ভাড়া দরুন ১৫১ কোটি টাকা দেবে বলে ঘোষণা করেছিল কংগ্রেস। আর সেই নিয়েই ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) কর্মী রোহিত চহল রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কটাক্ষ করেন।

https://twitter.com/RahulKothariBJP/status/1259731759861846017

ট্যুইটারে রোহিত চহলের বয়ানের পর BJYM এর রাষ্ট্রীয় সহসভাপতি আর মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র রাহুল কোঠারিও ট্যুইট করে মজা নেন। উনি লেখেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিয়ের খরচ BJYM দেবে। এরপর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারাও বিজেপির উপর কড়া আক্রমণ করেন। কংগ্রেস বলে, বিজেপি আগে নিজের নেতাদের কথা চিন্তা করুক।

প্রসঙ্গত, BJYM রাষ্ট্রীয় সহসভাপতি রাহুল কোঠারি দলের এক কর্মী রোহিত চহলের ট্যুইট শেয়ার করে লেখেন, রাহুল গান্ধী বিয়ের সম্পূর্ণ খরচ BJYM দেবে। রাহুল কোঠারি এক ট্যুইটার ইউজারকে এও বলেন যে, অতিথিরা আফ্রিকা না, ইতালি থেকে আসবে। আরেকদিকে, রোহিত সোনিয়া গান্ধীর খিল্লি করে লেখেন, রেলওয়ে টিকিট বিনামূল্যে করার পর সোনিয়া গান্ধীর বড় ঘোষণা। শ্রাবণ মাসে সমস্ত রাজ্যে বিনামূল্যে বৃষ্টি করাবে কংগ্রেস।

রাহুল কোঠারির ট্যুইট শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলে রাহুল গান্ধীর বিয়ের জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। মন্ত্রী তোমারের ছেলে দেবেন্দ্র প্রতাপ সিং তোমার ২১ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে। BJYM নেতার এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিয়ে নিয়ে বিজেপির নেতারা আগাগোড়াই হামলা করে। কংগ্রেস বিজেপির নেতাদের পরামর্শ দিয়েছে যে, তাঁরা যেন নিজের নেতাদের উপরে নজর দেয়। কংগ্রেস এও বলে যে, যেসমস্ত বিজেপি নেতাদের বিয়ে হয়নি, তাদের আগে বিয়ে করানো হোক, খরচের কথা চিন্তা করতে হবে না।

Koushik Dutta

সম্পর্কিত খবর