বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহানের মারণরোগ করোনা ভাইরাসের (COVID-19) কারণে সমগ্র বিশ্ব এখন স্তব্ধ। সমস্ত সামাজিক কাজকর্ম বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে সমস্ত মন্দির মসজিদের দরজাও। ভক্তকূল মন্দিরে যাওয়া থেকেও বিরত রয়েছে। মন্দিরে বিরাজ করছে নিস্তব্ধতা।
বন্ধ রয়েছে কাশি বিশ্বনাথের দরজাও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সংসদীয় ক্ষেত্র বারাণসিতেও (Varanasi) বন্ধ রয়েছে মন্দিরের দ্বার। জারী রয়েছে তৃতীয় দফার লকডাউন। মান্য করা হচ্ছে করোনা প্রতিরোধক সামাজিক দূরত্বের নিয়ম নিধি। পরিস্থিতির শিকার হয়ে গত ২০ শে মার্চ থেকে বন্ধ রয়েছে কাশি বিশ্বনাথের দ্বার। তবে বর্তমানে এই মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য নিয়ে এল এক সুখবর। এবার থেকে অনলাইনেই দর্শন মিলবে বাবা বিশ্বনাথের।
অনলাইনেও মিলবে ভগবান দর্শন
সমস্ত রকম বিধি নিষেধ জারী থাকবে, আবার মন্দিররে ভগবান দর্শনও হবে। এই সকল বিষয়ের উপর ভাবনা চিন্তা করে বিরাট ভক্তকূলের জন্য কাশি বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ অনলাইনে ভগবান দর্শনের পরিষেবা চালু করল। ঘরে বসেই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভক্তরা বাবা বিশ্বনাথের আরতি দেখতে পারবেন।
আগামী তিনদিনের মধ্যেই মিলবে এই সুবিধা
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দেশ বিদশের অগণিত ভক্তরা এই করোনা সংকটের মধ্যে বাবাকে দর্শনের জন্য আসতে পারেছেন না। তাই তাঁদের কথা মাথায় রেখে এমন একটি অ্যাপ চালু করা হচ্ছে, যার মাধ্যমে তারা ঘরে বসেই গভবান দর্শন, রুদ্রাভিষেক এবং এমনকি মন্দিরের বিশেষ আরতিও দেখতে পাবে। মানুষের ভক্তি এবং ভাবনার বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা এই টেকনোলজিক্যাল সিস্টেম আগামী তিন দিনের মধ্যেই লঞ্চ করব। পেশান্সনের সঙ্গে কথা বলেই আমরা এই বিষয়টি গঠন করেছি’।
করা যাবে বিশেষ পূজাও
তিনি আরও জানান, ‘যদি কোন ব্যক্তি বিশেষ পূজা বা ব্যক্তিগত ভাবে রুদ্রাভিষেক করাতে চায়, তাহলে একটা নির্ধারিত শুল্ক জমা দিয়ে, আমাদের পূজারি দিয়েও পূজা করাতে পারে। ঘরে বসেই ট্যাবলেটের মাধ্যমে মন্ত্র উচ্চারণ প্রক্রিয়া করা হবে। লাইভ দর্শনের জন্য কোন শুল্ক নেই। তবে সমস্ত টাই আমাদের ওয়েব লিঙ্কের মাধ্যমে করা হবে। আমাদের এখানে ক্যামেরা লাগানো হয়েছে। সমস্ত সময় অনুযায়ী করা হবে’।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…